রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সাবিনাদের ভাবনায় প্রথম দুই ম্যাচ

ক্রীড়া ডেস্ক

৬ সেপ্টেম্বর থেকে নেপালে নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পর্দা উঠবে। আসরে অংশ নিতে বাংলাদেশ এখন কাঠমান্ডুতে। ৭ সেপ্টেম্বর মালদ্বীপ, ১০ সেপ্টেম্বর পাকিস্তান ও ১৩ সেপ্টেম্বর বাংলাদেশের মেয়েরা গ্রুপের শেষ ম্যাচে চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে লড়বে। সেমিফাইনালে জায়গা করে নিতে প্রথম দুই ম্যাচের গুরুত্ব অনেক। গতকাল ঢাকা ছাড়ার আগে কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘আমরা আপাতত প্রথম দুই ম্যাচের কথা ভাবছি। সেমিফাইনাল নিশ্চিত হলে আমরা ফাইনাল নিয়ে ভাববো। জিতলে আমাদের ভাবনায় থাকবে শুধুই শিরোপা। মেয়েরা প্রস্তুত লড়াইয়ে। আশা করি আমরা পরিকল্পনা করে কঠিন পথ পেরুতে পারব। অধিনায়ক সাবিনা খাতুন বলেন, জাতীয় দলের সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের শিরোপা জেতাটা অভ্যাসে পরিণত হয়েছে। তাতে পরিবর্তন আনতে চাই। পথটা কঠিন, তারপরও সেরাটা দিতে পারলে চ্যাম্পিয়ন হয়েই দেশের ফেরা সম্ভব। তার আগে সেমিফাইনাল ও ফাইনাল নিশ্চিত করতে হবে। এবার বাংলাদেশ বাড়তি আত্মবিশ্বাস নিয়েই সাফে নামবে। কেননা সাবিনারা কিছুদিন আগে প্রীতিম্যাচে মালয়েশিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে।

সর্বশেষ খবর