শিরোনাম
রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

পার্থে পাকিস্তানের টিকে থাকার প্রার্থনা

ক্রীড়া ডেস্ক

পার্থে পাকিস্তানের টিকে থাকার প্রার্থনা

পাকিস্তান যে মানের দল তাতে অনেকে ধরে নিয়েছিলেন দ্বিতীয় বারের মতো টি-২০ বিশ্বকাপ জিতেই যেতে পারে। দারুণ আত্মবিশ্বাস নিয়ে অস্ট্রেলিয়া উড়ে যান বাবর আজমরা। ত্রিদেশীয় সিরিজে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতেন তারা। বাংলাদেশকেও দুটি ম্যাচে হারায় এমন পারফরম্যান্সে সমর্থকদের প্রত্যাশা এক যুগ পর আবার তাদের ঘরে ট্রফি আসবে। অথচ সেই পাকিস্তানই সেমিফাইনালের বদলে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে পারে। আজই বাবরদের ভাগ্য পরীক্ষা। পার্থে প্রতিপক্ষ নেদারল্যান্ডস। জিতলে আশা টিকে থাকবে, হারলেই সর্বনাশ পাকিস্তানের।

প্রথম ম্যাচে ভারত পরে জিম্বাবুয়ের কাছে হেরে যায়। টানা দুই ম্যাচ হেরে বিপদে পড়ে গেছেন বাবর আজমরা। পারফরম্যান্সের বিচারে পাকিস্তানের কাছে নেদারল্যান্ডসের পাত্তা পাবার কথা নয়। রান বা উইকেট হোক সেটাই সহজে জেতার কথা। তবু শঙ্কিত পাকিস্তান। আর তা আগের ম্যাচকে ঘিরে। ১৩১ রানের মামুলি টার্গেটও তারা জিম্বাবুয়েকে হারাতে পারেনি। অবস্থান এখন এমন যে আজ নয় বাকি সব ম্যাচই জিততে হবে। পারবে কি পাকিস্তান?

জিম্বাবুয়ের কাছে হারার পর পাকিস্তানে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। আর তাতে ক্রিকেটারদের ওপর চাপ তৈরি হয়েছে। বাবর আজম জানে আজ না জিতলে কি পরিণতি হবে তাদের। সাবেক ক্রিকেটার শোয়েব আকতার তো বলে ফেলেছেন বাবর আজমের অযোগ্য নেতৃত্বে পাকিস্তানের এমন করুণ হাল। পারলে এই বিশ্বকাপের বাকি ম্যাচে তাকে নেতৃত্ব থেকে সরানো। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুসও দারুণ ক্ষুব্ধ। বড় চাপ নিয়ে বাবররা কী করবেন সেটাই দেখার বিষয়।

সর্বশেষ খবর