শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

শেষ মিনিটে বসুন্ধরা কিংসের স্বস্তি

মোহামেডান ০ - বসুন্ধরা কিংস ১

ক্রীড়া প্রতিবেদক

শেষ মিনিটে বসুন্ধরা কিংসের স্বস্তি

তুলনামূলকভাবে ঢাকা মোহামেডান এবার শক্তিশালী দল গড়েছে। তারপরও ফুটবলে রুগ্ন চেহারা কাটছে না সাদা-কালোদের। ছয় ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে তারা এখনই রেলিগেশনের শঙ্কায় দুলছে। এ নিয়ে মোহামেডানে কিছু দিন আগে সভাও হয়েছে। কেউ কেউ বলেছেন প্রথম পর্বের বাকি ম্যাচগুলোর ওপর নির্ভর করছে মোহামেডানে কোচ পরিবর্তন হবে কি-না। এমনকি বিদেশি ফুটবলারদের পরিবর্তনেরও দাবি উঠেছে। সব মিলিয়ে মতিঝিলপাড়ার ক্লাব ভবনে অস্থিরতা বিরাজ করছে। এমন পরিবেশের পরও গতকাল পেশাদার লিগে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে কাঁপিয়ে দিয়েছিল মোহামেডান।

বসুন্ধরা আগের সাত ম্যাচে সাত জয় নিয়ে দারুণ ছন্দে। গতকাল মোহামেডানকে হারিয়ে আটে আট হবে এ ব্যাপারে অনেকে নিশ্চিত ছিলেন। অথচ রবসন, ডরিয়েলটনদের বড্ড ম্লান দেখা গেছে। জালে বল পাঠানো তো দূরের কথা, তারকায় ভরপুর কিংস তেমনভাবে আক্রমণই গড়তে পারেনি। হ্যাটট্রিক চ্যাম্পিয়নদের কখনো এতটা চাপ নিয়ে খেলতে দেখা যায়নি। সাইড লাইনে দাঁড়ানো অস্কার ব্রুজোনের কপালে চিন্তায় ছাপ। হবেই না কেন, তার শিষ্যরা তো খেলতেই পারছিল না। মোহামেডানের সোলেমান দিয়াবাতে খেলেননি। কিন্তু কিংস তো সেরা দলই নামিয়েছিল। রবসনরা সেভাবে গোলের সুযোগ তৈরি করতে না পারলেও মোহামেডান অন্তত দুবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম মোহামেডানের হোম ভেন্যু হলেও গ্যালারি ভরেছিল কিংস সমর্থকদের মাধ্যমে। প্রিয় দলের এমন এলোমেলো ভাব দেখে সমর্থকরাও ঝিমিয়ে পড়েছিল। প্রথমার্ধে গোল হয়নি। দ্বিতীয়ার্ধে নির্ধারিত সময়েও গোলশূন্য। তারপরও পুরো পয়েন্ট নিয়ে গতকাল মাঠ ছেড়েছে ফুটবল কিং বসুন্ধরা কিংস। তবে এ জয়কে অবিশ্বাস্য বললেও ভুল হবে না। ৯০ মিনিট শেষে অতিরিক্ত পাঁচ মিনিটের চার মিনিটও শেষ। যে কোনো সময়ে রেফারি শেষের বাঁশি বাজাবেন। এমনই সময় কর্নার পেয়ে যায় কিংস। রবসন রবিনহোর কর্নারে ডরিয়েলটন দারুণ হেডে গোল করে কিংসকে স্বস্তির জয় উপহার দেন। আট ম্যাচে পুরো ২৪ পয়েন্টে শীর্ষে। সামনে পড়ে আছে শেখ জামাল ও ঢাকা আবাহনী। দেখা যাক প্রথম পর্ব শুধু জয় দিয়েই শেষ করতে পারে কি-না কিংস। তীরে তরী ডোবায় কিছুটা উত্তেজিত হতেই পারে মোহামেডান। কিন্তু ম্যাচের পর রেফারি কেন যে কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বায়োজিদ আলম নিপুকে লাল কার্ড দেখালেন তা বোঝা গেল না।

সর্বশেষ খবর