শুরু হয়ে গেছে ১০ দলের নারী টি-২০ বিশ্বকাপ। গতকাল রাত ১১টায় নিজেদের প্রথম ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১২৬ রান করে বাংলাদেশ। সর্বোচ্চ ২৯ রান করেন সোবহানা মুস্তারি ৩২ বলে ৫ চারে। এছাড়া ওপেনার শামীমা সুলতানা ১৩ বলে ২০, অধিনায়ক নিগার সুলতানা ৩৪ বলে ১ চারে ২৮ রান, লতা মণ্ডল ১৩ বলে ১১ রান করেন। ভারত গতকাল ৭ উইকেটে হারিয়েছে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। প্রথমে ব্যাট করে পাকিস্তান ৪ উইকেটে ১৪৯ রান করে। ভারত ১৯ ওভারে ৩ উইকেটে ১৫১ রান করে জয় তুলে নেয়। পরশু রাতে অস্ট্রেলিয়া ৯৭ রানে হারিয়েছে প্রতিবেশী নিউজিল্যান্ডকে। আরেক ম্যাচে গত আসরের রানার্সআপ ইংল্যান্ড ৭ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। পার্লে প্রথম ব্যাটিংয়ে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ৯ উইকেটে ১৭৩ রান করে। ওপেনার অ্যালিসা হিলি ৫৫ রান করেন ৩৮ বলে ৯ চারে। ২ রানে ওপেনার বেথ মুনি আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে ৯ ওভারে ৭০ রান যোগ করেন হিলি ও অধিনায়ক মেগ ল্যানিং জুটি। ল্যানিং ৪১ রান করেন ৩৩ বলে ৭ চারে। শেষ দিকে এলিসা পেরী ২২ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪০ রান করেন। ১৭৪ রানের টার্গেটে নিউজিল্যান্ড গুটিয়ে যায় ১৪ ওভারে মাত্র ৭৬ রানে। ট্রান্স তাসমান রাইভাল নিউজিল্যান্ডকে গুড়িয়ে দেন অফ স্পিনার অ্যাশলে গার্ডনার। স্পিনারের ঘূর্ণিতে ২৫ রানে শেষ ৬ উইকেট হারায় ব্ল্যাক ক্যাপস নারী দল। ম্যাচসেরা গার্ডনারের স্পেল ছিল ৩-০-১২-৫। পর্লে দিনের প্রথম ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ২০ ওভারে ৭ উইকেটে ১৩৫ রান। ইংল্যান্ড সেটা টপকে যায় ১৪.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে। ম্যাচসেরা নাট শিভার ব্রুন্ট ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন ৩০ বলে ৬ চার ও ১ ছক্কায়। অধিনায়ক হিদার নাইট ৩২ রানের অপরাজিত ইনিংস খেলেন ২২ বলে ৪ চার ও ১ ছক্কায়।
শিরোনাম
- এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর
- ট্রাম্প ক্ষমতায় আসার পর ৮০ হাজার ভিসা বাতিল
- ইন্টারনেটে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে ৫ বছর কারাদণ্ড , ৯৯ কোটি টাকা জরিমানা
- মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে : তারেক রহমান
- সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকীর জামিন
- স্কুল-কলেজের সিসি ক্যামেরাগুলো ভোটকেন্দ্রে ব্যবহার করতে চায় ইসি
- সংসদ নির্বাচনে প্রতিবন্ধীদের ভাবনা জানতে চায় ইসি
- জেতার সম্ভাবনা আছে এমন শরিকদের জন্য আসন ছাড়বে বিএনপি : আমীর খসরু
- ‘যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশ পাইনি’
- বাকৃবির উদ্ভাবন: দেশের প্রথম হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিন
- ফোনে অশ্লীল বার্তা পাঠালে দুই বছরের দণ্ড ও জরিমানা
- শেয়ারবাজারে পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত
- খুলনায় নবায়নযোগ্য শক্তি বিষয়ক বিতর্ক উৎসব শুক্রবার
- চুক্তির আমলাদের হাতেই প্রশাসনের লাগাম
- জাতিসংঘের প্রতিনিধিদল ঢাকায় আসছে
- কুমার বিশ্বজিতের সুরে কিশোরের নতুন গান
- লাবুশেনের ব্যাটে রানের ফোয়ারা
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- সিরাজগঞ্জে অটোচালক হত্যার রহস্য উদঘাটন, তিনজন গ্রেফতার
- শাবিপ্রবি ছাত্রদল সভাপতির উদ্যোগে মুক্ত দুই ছাত্র ইউনিয়ন নেতা
প্রথমে ব্যাটিং করেছে বাংলাদেশ
টি-২০ বিশ্বকাপের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। সাত আসরের পাঁচ শিরোপা জিতেছে দলটি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর