শুরু হয়ে গেছে ১০ দলের নারী টি-২০ বিশ্বকাপ। গতকাল রাত ১১টায় নিজেদের প্রথম ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১২৬ রান করে বাংলাদেশ। সর্বোচ্চ ২৯ রান করেন সোবহানা মুস্তারি ৩২ বলে ৫ চারে। এছাড়া ওপেনার শামীমা সুলতানা ১৩ বলে ২০, অধিনায়ক নিগার সুলতানা ৩৪ বলে ১ চারে ২৮ রান, লতা মণ্ডল ১৩ বলে ১১ রান করেন। ভারত গতকাল ৭ উইকেটে হারিয়েছে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। প্রথমে ব্যাট করে পাকিস্তান ৪ উইকেটে ১৪৯ রান করে। ভারত ১৯ ওভারে ৩ উইকেটে ১৫১ রান করে জয় তুলে নেয়। পরশু রাতে অস্ট্রেলিয়া ৯৭ রানে হারিয়েছে প্রতিবেশী নিউজিল্যান্ডকে। আরেক ম্যাচে গত আসরের রানার্সআপ ইংল্যান্ড ৭ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। পার্লে প্রথম ব্যাটিংয়ে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ৯ উইকেটে ১৭৩ রান করে। ওপেনার অ্যালিসা হিলি ৫৫ রান করেন ৩৮ বলে ৯ চারে। ২ রানে ওপেনার বেথ মুনি আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে ৯ ওভারে ৭০ রান যোগ করেন হিলি ও অধিনায়ক মেগ ল্যানিং জুটি। ল্যানিং ৪১ রান করেন ৩৩ বলে ৭ চারে। শেষ দিকে এলিসা পেরী ২২ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪০ রান করেন। ১৭৪ রানের টার্গেটে নিউজিল্যান্ড গুটিয়ে যায় ১৪ ওভারে মাত্র ৭৬ রানে। ট্রান্স তাসমান রাইভাল নিউজিল্যান্ডকে গুড়িয়ে দেন অফ স্পিনার অ্যাশলে গার্ডনার। স্পিনারের ঘূর্ণিতে ২৫ রানে শেষ ৬ উইকেট হারায় ব্ল্যাক ক্যাপস নারী দল। ম্যাচসেরা গার্ডনারের স্পেল ছিল ৩-০-১২-৫। পর্লে দিনের প্রথম ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ২০ ওভারে ৭ উইকেটে ১৩৫ রান। ইংল্যান্ড সেটা টপকে যায় ১৪.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে। ম্যাচসেরা নাট শিভার ব্রুন্ট ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন ৩০ বলে ৬ চার ও ১ ছক্কায়। অধিনায়ক হিদার নাইট ৩২ রানের অপরাজিত ইনিংস খেলেন ২২ বলে ৪ চার ও ১ ছক্কায়।
শিরোনাম
- মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে: এ্যানি
- আমরা মাদক নির্মূলে কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করেছি: এ্যানি
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
- চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ২
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশ্বের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
- বগুড়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
- ৪৮ ঘন্টার জন্য দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ
প্রথমে ব্যাটিং করেছে বাংলাদেশ
টি-২০ বিশ্বকাপের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। সাত আসরের পাঁচ শিরোপা জিতেছে দলটি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর