শুরু হয়ে গেছে ১০ দলের নারী টি-২০ বিশ্বকাপ। গতকাল রাত ১১টায় নিজেদের প্রথম ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১২৬ রান করে বাংলাদেশ। সর্বোচ্চ ২৯ রান করেন সোবহানা মুস্তারি ৩২ বলে ৫ চারে। এছাড়া ওপেনার শামীমা সুলতানা ১৩ বলে ২০, অধিনায়ক নিগার সুলতানা ৩৪ বলে ১ চারে ২৮ রান, লতা মণ্ডল ১৩ বলে ১১ রান করেন। ভারত গতকাল ৭ উইকেটে হারিয়েছে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। প্রথমে ব্যাট করে পাকিস্তান ৪ উইকেটে ১৪৯ রান করে। ভারত ১৯ ওভারে ৩ উইকেটে ১৫১ রান করে জয় তুলে নেয়। পরশু রাতে অস্ট্রেলিয়া ৯৭ রানে হারিয়েছে প্রতিবেশী নিউজিল্যান্ডকে। আরেক ম্যাচে গত আসরের রানার্সআপ ইংল্যান্ড ৭ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। পার্লে প্রথম ব্যাটিংয়ে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ৯ উইকেটে ১৭৩ রান করে। ওপেনার অ্যালিসা হিলি ৫৫ রান করেন ৩৮ বলে ৯ চারে। ২ রানে ওপেনার বেথ মুনি আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে ৯ ওভারে ৭০ রান যোগ করেন হিলি ও অধিনায়ক মেগ ল্যানিং জুটি। ল্যানিং ৪১ রান করেন ৩৩ বলে ৭ চারে। শেষ দিকে এলিসা পেরী ২২ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪০ রান করেন। ১৭৪ রানের টার্গেটে নিউজিল্যান্ড গুটিয়ে যায় ১৪ ওভারে মাত্র ৭৬ রানে। ট্রান্স তাসমান রাইভাল নিউজিল্যান্ডকে গুড়িয়ে দেন অফ স্পিনার অ্যাশলে গার্ডনার। স্পিনারের ঘূর্ণিতে ২৫ রানে শেষ ৬ উইকেট হারায় ব্ল্যাক ক্যাপস নারী দল। ম্যাচসেরা গার্ডনারের স্পেল ছিল ৩-০-১২-৫। পর্লে দিনের প্রথম ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ২০ ওভারে ৭ উইকেটে ১৩৫ রান। ইংল্যান্ড সেটা টপকে যায় ১৪.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে। ম্যাচসেরা নাট শিভার ব্রুন্ট ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন ৩০ বলে ৬ চার ও ১ ছক্কায়। অধিনায়ক হিদার নাইট ৩২ রানের অপরাজিত ইনিংস খেলেন ২২ বলে ৪ চার ও ১ ছক্কায়।
শিরোনাম
- স্ত্রী-মেয়েসহ সাবেক মন্ত্রী নানকের ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- বিপিএল থেকে নাম প্রত্যাহার তামিমের
- মাদারীপুরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন, টহল জোরদার
- ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
- নারায়ণগঞ্জ শহরে জামায়াতের অবস্থান কর্মসূচি
- সাভার ও ধামরাইয়ে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ১৫
- ট্রাইব্যুনালে ৪৫৩ পৃষ্ঠার রায় পড়া চলছে
- রাজধানীর নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ মোতায়েন
- হাসিনার মামলার রায় দিতে ট্রাইব্যুনালের কার্যক্রম চলছে
- মক্কা-মদিনা রুটে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত অন্তত ৪২ ভারতীয় ওমরাহযাত্রী
- মামলা নিয়ে মুখ খুললেন মেহজাবীন
- লুটের টাকায় ককটেল কিনে আওয়ামী লীগের নাশকতা : রিজভী
- শাকসুর প্রার্থী হতে লাগবে ডোপ টেস্ট
- এজলাসে পৌঁছেছেন প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবী
- পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত: পরিবেশ উপদেষ্টা
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি আজ
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- মেহেরপুর–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ
- যে কারণে আপিল করতে পারবেন না হাসিনা
- শাহবাগের ছবির হাটে ককটেল বিস্ফোরণ
প্রথমে ব্যাটিং করেছে বাংলাদেশ
টি-২০ বিশ্বকাপের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। সাত আসরের পাঁচ শিরোপা জিতেছে দলটি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর