শুরু হয়ে গেছে ১০ দলের নারী টি-২০ বিশ্বকাপ। গতকাল রাত ১১টায় নিজেদের প্রথম ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১২৬ রান করে বাংলাদেশ। সর্বোচ্চ ২৯ রান করেন সোবহানা মুস্তারি ৩২ বলে ৫ চারে। এছাড়া ওপেনার শামীমা সুলতানা ১৩ বলে ২০, অধিনায়ক নিগার সুলতানা ৩৪ বলে ১ চারে ২৮ রান, লতা মণ্ডল ১৩ বলে ১১ রান করেন। ভারত গতকাল ৭ উইকেটে হারিয়েছে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। প্রথমে ব্যাট করে পাকিস্তান ৪ উইকেটে ১৪৯ রান করে। ভারত ১৯ ওভারে ৩ উইকেটে ১৫১ রান করে জয় তুলে নেয়। পরশু রাতে অস্ট্রেলিয়া ৯৭ রানে হারিয়েছে প্রতিবেশী নিউজিল্যান্ডকে। আরেক ম্যাচে গত আসরের রানার্সআপ ইংল্যান্ড ৭ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। পার্লে প্রথম ব্যাটিংয়ে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ৯ উইকেটে ১৭৩ রান করে। ওপেনার অ্যালিসা হিলি ৫৫ রান করেন ৩৮ বলে ৯ চারে। ২ রানে ওপেনার বেথ মুনি আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে ৯ ওভারে ৭০ রান যোগ করেন হিলি ও অধিনায়ক মেগ ল্যানিং জুটি। ল্যানিং ৪১ রান করেন ৩৩ বলে ৭ চারে। শেষ দিকে এলিসা পেরী ২২ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪০ রান করেন। ১৭৪ রানের টার্গেটে নিউজিল্যান্ড গুটিয়ে যায় ১৪ ওভারে মাত্র ৭৬ রানে। ট্রান্স তাসমান রাইভাল নিউজিল্যান্ডকে গুড়িয়ে দেন অফ স্পিনার অ্যাশলে গার্ডনার। স্পিনারের ঘূর্ণিতে ২৫ রানে শেষ ৬ উইকেট হারায় ব্ল্যাক ক্যাপস নারী দল। ম্যাচসেরা গার্ডনারের স্পেল ছিল ৩-০-১২-৫। পর্লে দিনের প্রথম ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ২০ ওভারে ৭ উইকেটে ১৩৫ রান। ইংল্যান্ড সেটা টপকে যায় ১৪.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে। ম্যাচসেরা নাট শিভার ব্রুন্ট ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন ৩০ বলে ৬ চার ও ১ ছক্কায়। অধিনায়ক হিদার নাইট ৩২ রানের অপরাজিত ইনিংস খেলেন ২২ বলে ৪ চার ও ১ ছক্কায়।
শিরোনাম
- চাপাইনবাবগঞ্জে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
- গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ
- পঞ্চদশ সংশোধনী : লিভ টু আপিলের দ্বিতীয় দিনের শুনানি চলছে
- শেখ হাসিনার রায়ের তারিখ ঘিরে আদালতপাড়ায় কড়া নিরাপত্তা
- বাংলাদেশে সফল নির্বাচন দেখতে চায় ইইউ
- দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- ঐক্যের খোঁজে জাতি, অনৈক্যে বিপর্যয় অনিবার্য
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- দুই ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
প্রথমে ব্যাটিং করেছে বাংলাদেশ
টি-২০ বিশ্বকাপের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। সাত আসরের পাঁচ শিরোপা জিতেছে দলটি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর