বুধবার, ১২ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

আবাহনীকে সেমিতে তুললেন রাফায়েল

ক্রীড়া প্রতিবেদক

আবাহনীকে সেমিতে তুললেন রাফায়েল

মৌসুমের প্রথম ট্রফি স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। বড় কোনো অঘটন না ঘটলে পেশাদার লিগেও কিংসের বিজয়ের পতাকা ওড়ানোর কথা। তাহলে কি এবার শূন্য অবস্থায় ফুটবল মৌসুম শেষ করবে ঢাকা আবাহনী। না, এক ট্রফি জেতার ভালোই সম্ভাবনা আছে তাদের। আর তা বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপে। তারা শিরোপার পথেই আছে বলা যায়। গতকাল গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ১-০ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডিকে। আগের দিন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শেখ জামাল ধানমন্ডি হারায় আবাহনীকে। গতকাল সেই প্রতিশোধ নিল ফুটবলে। অবশ্য আবাহনীর ভাগ্য ভালো বলতে হয়। শেখ জামাল যেভাবে মরিয়া হয়ে লড়ছিল তাতে মনে হচ্ছিল যে কোনো সময় গোল পেয়ে যাবে। কিন্তু তা আর হলো না। হেরেই বিদায় নিতে হলো। ফেডারেশন কাপে তিনটি শিরোপার সর্বশেষটি শেখ জামাল জিতেছিল ২০১৫ সালে। মুকুট ফিরে পাওয়ার অপেক্ষাটা আরও বাড়ল। প্রথমার্ধে কেউ গোল করতে পারেনি। তবে সহজ সুযোগটি পেয়েছিল শেখ জামালই। ১৫ মিনিটে ডিফেন্ডার হাসানের লম্বা থ্রোয়ে নদিরবেগ মাভালোভ হেড করার পর দূরে পোস্টে থাকা স্টুয়াট কর্নেনিয়াস মাথা ছোঁয়াতে পারলে বল জালে যেত। কিন্তু তিনি দলকে এগিয়ে রাখতে পারলে না। ২৪ মিনিটে আবাহনীর ড্যানিয়েল কলিনড্রেস এক ডিফেন্ডারকে কাটিয়ে বল বাড়িয়েছিলেন গোলমুখে, সেখানে ভালো অবস্থায়ও ছিলেন পিটার এন ওরাহ, কিন্তু বলে টোকা দিতে পারেননি এ নাইজেরিয়ান।

দ্বিতীয়ার্ধ সুযোগ হাতছাড়ার মহড়া। শেষ পর্যন্ত গোলের দেখা মেলে ৮১ মিনিটে। কলিনড্রেসের কর্নারের কাছের পোস্টে থাকা রাফায়েল আগাস্তো গোল করে সেমিতে নিয়ে যান আবাহনীকে। এখন শেখ রাসেল ও রহমতগঞ্জের কোয়ার্টার ফাইনালে বিজয়ী দলের সঙ্গে সেমিতে খেলবে আবাহনী।

সর্বশেষ খবর