মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
এফএ কাপ

ফাইনালে ম্যানচেস্টার ডার্বি

ক্রীড়া ডেস্ক

এফএ কাপ ফাইনালে ম্যানচেস্টার ডার্বি হতে যাচ্ছে। শনিবার ম্যানসিটি প্রথম সেমিফাইনালে শেফিল্ড ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। অপর সেমিফাইনালে ব্রাইটনের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ৭-৬ ব্যবধানে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩ জুনের ফাইনালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি হবে ম্যানচেস্টারের দুই দল।

এফএ কাপ ফাইনালে প্রথমবারের মতো ম্যানচেস্টার ডার্বি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ টুর্নামেন্টের সেমিফাইনালে দুই দল আগেও কয়েকবার মুখোমুখি হয়েছে। তবে ফাইনালে প্রথমবার দেখা হবে দুই দলের। এফএ কাপে দুই দল নয়বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে একবারও ড্র হয়নি। তিনবার জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ছয়বার জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সবশেষ দুই দল এফএ কাপে খেলেছে ২০১২ সালে। সেবার তৃতীয় রাউন্ডে মুখোমুখি হয় দুই দল। ৩-২ ব্যবধানে ম্যাচটা জয় করে ম্যানইউ। এক সময় ম্যানচেস্টার ডার্বিতে ম্যানইউর বেশ দাপট ছিল। তবে প্রায় দেড় দশক ধরে দাপট দেখাচ্ছে ম্যানসিটি। লিগেও দুই দলের জয়-পরাজয়ের সংখ্যা এখন প্রায় কাছাকাছি। ম্যাইউর জয় ৬০টি। ম্যানসিটির জয় ৪৮টি।

 

 

সর্বশেষ খবর