শনিবার, ৬ মে, ২০২৩ ০০:০০ টা

মেসি চলে গেলে বড় ক্ষতি ফরাসি ফুটবলের

ক্রীড়া ডেস্ক

মেসি চলে গেলে বড় ক্ষতি ফরাসি ফুটবলের

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সঙ্গে ফরাসি ক্লাব পিএসজির নতুন চুক্তি হচ্ছে না বলেই ধরে নেওয়া যায়। দুই পক্ষের সম্পর্কে বেশ বড় রকমের একটা ফাটল দেখা দিয়েছে। এ ফাটল দূর করা প্রায় অসম্ভব! বার্সেলোনায় যাওয়ার পথও বেশ দুরূহ হয়ে উঠেছে। এদিকে খবর শোনা যাচ্ছে, মেসি সৌদি আরবের আল হিলালেই যাচ্ছেন। সেখানে তিনি ৪০০ মিলিয়ন ইউরো পাবেন বছরে। কিন্তু মেসি চলে গেলে বেশ বড় ধরনের ক্ষতির মুখেই পড়বে পিএসজি। সঙ্গে ফ্রেঞ্চ লিগও। বর্তমানে লিগ ওয়ান কর্তৃপক্ষ বহির্বিশ্বে টিভিস্বত্ব বিক্রি করে ৮০ মিলিয়ন ইউরো আয় করে। মেসি চলে গেলে এ আয়ের পরিমাণ অনেকটাই কমে যাবে। পিএসজির জার্সি বিক্রি কমে যাবে অন্তত ১০ শতাংশ। কমে যাবে তাদের টিভিস্বত্বও। কেবল পিএসজিরই নয়, আয় কমে যাবে তাদের প্রতিপক্ষ ক্লাবগুলোরও। কারণ মেসি তাদের প্রতিপক্ষ হওয়ায় টিভিস্বত্ব বেশি দামে বিক্রি করা সম্ভব হয়েছিল। আর্জেন্টাইন তারকা চলে গেলে আয়ের দিক দিয়ে বড় রকমের ধাক্কাই খেতে হবে ফরাসি ফুটবলকে।

সর্বশেষ খবর