রবিবার, ১৪ মে, ২০২৩ ০০:০০ টা

সাফের প্রাথমিক দলে ৩৫ জন

ক্রীড়া প্রতিবেদক

২১ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। এক মাসের বেশি সময় বাকি থাকলেও বাংলাদেশ প্রাথমিক দল ঘোষণা করেছে। ৩৫ জনের নামের তালিকা থাকলেও ক্যাম্প হবে ২৭ জন নিয়ে। আসর মাঠে গড়ানোর আগে নাম পাঠাতে হবে। ১৫ মের মধ্যে ৩৫ সদস্যের প্রাথমিক দল দিতে হবে। যে কারণে ৩৫ জনকে নিয়েই প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ৪ জুন থেকে বসুন্ধরা কিংস অ্যারিনায় জাতীয় দলের ক্যাম্প শুরু করবেন হ্যাভিয়ের কাবরেরা। প্রাথমিক দল থেকে বাদ পড়বেন আটজন। বাকি ২৭ জনকে নিয়েই হবে মূল প্রস্তুতি। জাতীয় দলে ফিরেছেন বসুন্ধরা কিংসের লেফটব্যাক ইয়াসিন আরাফাত, ঢাকা আবাহনীর মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় ও মেহেদী হাসান রয়েল, ঢাকা মোহামেডানের ডিফেন্ডার মেহেদি হাসান মিঠু, পুলিশের ইশা ফয়সাল ও শেখ জামাল ধানমন্ডির মিডফিল্ডার আবু সাঈদ।

 প্রথমবার প্রাথমিক দলে ডাক পেয়েছেন ফর্টিসের ফরোয়ার্ড রফিকুল ইসলাম ও মোহামেডানের ডিফেন্ডার মুরাদ হোসেন। এবারই প্রথম সাফের বাইরের দুই দেশ কুয়েত ও লেবানন চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে। ফিফার নিষেধাজ্ঞার কারণে শ্রীলঙ্কা অংশ নিতে পারবে না। তা ছাড়া বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, ভুটান ও পাকিস্তান সাফের দেশ খেলবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর