বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩ ০০:০০ টা

বিয়াল্লিশেও টগবগে ধোনি

ক্রীড়া প্রতিবেদক

বিয়াল্লিশেও টগবগে ধোনি

বয়স ৪২ ছুঁই ছুঁই। কিন্তু ক্যাপ্টেন্সিতে এখনো মহেন্দ্র সিং ধোনি যেন টগবগে তরুণ। তার ক্যারিশম্যাটিক নেতৃত্বেই আইপিএলে চেন্নাই সুপার কিংস ১৪ আসরের মধ্যে ১০ বারই ফাইনালে উঠেছে। চলতি আসরে প্রথম কোয়ালিফায়ারে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে জিতে ফাইনাল নিশ্চিত করেছে।

ম্যাচে ধোনির নেতৃত্ব ছিল চোখে পড়ার মতো। মাত্র ১৭২ রানের পুঁজি নিয়েও ১৫ রানে জয় নিশ্চিত করেছেন। তার বোলিং পরিবর্তন ছিল অসাধারণ। গুজরাটের ব্যাটসম্যানদের বাইশগজে লম্বা সময় থাকতেই দেননি। ধোনির লড়াকু মানসিকতাই চেন্নাইয়ের ক্রিকেটারদের অনুপ্রেরণা জোগাচ্ছে।

গুঞ্জন উঠেছিল, আইপিএলের এই আসরই নাকি ধোনির শেষ আসর। সেটা হলে ফাইনাল ম্যাচটিই ধোনির আইপিএল শেষ ম্যাচ। ভারতীয় দল থেকে তিনি অবসর নিয়েছেন ২০২০ সালে। এবার কি তবে আইপিএলকেও গুডবাই জানাবেন ‘ক্যাপ্টেন কুল’? ম্যাচের পর মিডিয়ার এমন প্রশ্নে সরাসরি কোনো উত্তর দেননি ধোনি। তিনি বলেন, ‘আমি জানি না... সিদ্ধান্ত নেওয়ার জন্য তো আরও ৮-৯ মাস সময় পড়ে আছে। ডিসেম্বরের দিকে ছোট একটি নিলামও হয়তো হবে। তাই এখনই কেন মাথা ঘামাব? সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনো অনেক সময় আছে।’

এখনো দারুণ ফিট ধোনি। আইপিএলের প্রতিটি ম্যাচেই খেলেছেন। প্রতি ম্যাচেই ক্যাপ্টেন্সি দিয়ে ঝলক দেখিয়েছেন। এখন খেলা উপভোগ করছেন ধোনি। পরের আসরে তাকে ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে কি না তা পরিষ্কার করে বলেননি। ধোনি বলেন, ‘চেন্নাইয়ের জন্য আমি সব সময়ই থাকব, সেটা খেলোয়াড় হিসেবে হোক বা মাঠের বাইরে যে কোনো ভূমিকায় হোক। সত্যি বলতে, ধকল যায় অনেক। চার মাস ধরে আমি বাড়ির বাইরে। গত ৩১ জানুয়ারি বাড়ি ছেড়েছি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর