ঢাকায় আবারও এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের দেখা মিলবে। এর আগে ২০১৭ ও ২০২১ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপ হয়। এবার তৃতীয়বারের মতো আর্চারদের শ্রেষ্ঠত্বের লড়াই হবে। গতকাল বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল জানান, আগামী বছর নভেম্বর মাসে ঢাকায় ২৪তম এশিয়ান আর্চারির শ্রেষ্ঠত্বের লড়াই হবে। এশিয়ান আর্চারি ফেডারেশন বাংলাদেশের কর্মকান্ডে সন্তুষ্ট। দুবার আয়োজন সফল হওয়ায় স্বাগতিক হিসেবে ঢাকাকে বেছে নেয়। চপল বলেন, হাতে যেহেতু সময় রয়েছে ভালো ফলের প্রত্যাশা করি। নিজ দেশে আর্চাররা খেলবেন এতে বাড়তি অনুপ্রেরণা জোগাবে।