কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেলপসের ছায়ায় অংশ নিয়েছেন কেলেব ড্রেসেল। মার্কিন যুক্তরাষ্ট্রের ২৭ বছর বয়সি সাঁতারু কিংবদন্তির পিছু পিছু হাঁটলেও সোনা জিততে কার্পণ্য করেননি। রিও ডি জেনিরো ও টোকিও অলিম্পিকের পর প্যারিস অলিম্পিকেও সোনা জিতেছেন ড্রেসেল। অলিম্পিকে ডেসেল এখন পর্যন্ত সোনা জিতেছেন আটটি। গতকাল ১০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়া রুপা ও ব্রোঞ্জ জিতেছে ইতালি। রিও, টোকিওর প্যারিসেও রিলেতে সোনা জিতল যুক্তরাষ্ট্র। সোনা জয়ের পর ডেসেল বলেন, ‘পোডিয়ামে দাঁড়িয়ে দেশের পতাকা উড়তে দেখার অনুভূতি ব্যাখ্যা করে বোঝানো যায় না। প্রথম সোনা জয়ের মতোই আমার অনুভূতি এখনো একই আছে।’