সাকিব আল হাসানের বিপক্ষে হত্যা মামলা সত্য নয় দাবি করে তার পক্ষ নিয়েছেন ক্রিকেটাররা। মুশফিকুর রহিম, মুমিনুল হক, রুবেল হোসেন, এনামুল হক বিজয়সহ অনেকেই সাকিবের পক্ষে কথা বলছেন। মুশফিক তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘সাকিবকে বাঁ-হাতি স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড গড়ার জন্য অভিনন্দন। আমি অনেকবার বলেছি এবং আবারও বলছি যে, সাকিবের মতো একজন চ্যাম্পিয়নের সঙ্গে খেলতে পেরে আমি গর্বিত। একজন টিমমেট এবং ভাই হিসেবে আমি সাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী এবং আমি তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগের সমর্থন করি না। কারণ আমি জানি সে কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না। আমরা সব সময় তোমার পাশে আছি, বন্ধু।’ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটারদের সংগঠন কোয়াবও সাকিবের পক্ষে কথা বলেছে। আপাতত সাকিব আল হাসানের পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলার কথা।
সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে পরিস্থিতি কী দাঁড়াবে তা বলা যাচ্ছে না এখনই।