বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সভা গতকাল অনুষ্টিত হয়েছে। সভাপতি তাবিথ আউয়াল, সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান, সহসভাপতি ও সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল- পুরুষ জাতীয় ও নারী জাতীয় দলের কোচ থাকবেন না, বিদায় নেবেন। বৈঠক শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানান, হাভিয়ের কাবরেরা ও পিটার বাটলারের বিষয় নিয়ে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামী ১ সপ্তাহের মধ্যে আবার সভা করে সিদ্ধান্ত দেবেন সভাপতি। দুই কোচ ছাড়াও সভায় আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেনের চাকরির মেয়াদ আরও দুই বছর বাড়ানো হচ্ছে। রেফারিদের সম্মানি বাড়ানো হচ্ছে। আগে একটি ম্যাচ পরিচালনা করতে ৪ হাজার টাকা দেওয়া হতো। এখন পাবেন ৫ হাজার টাকা। রেফারিদের মান উন্নয়নে রেফারিজ একাডেমি গঠন হবে। বাফুফে আগামী কার্যনির্বাহী কমিটির সভা হবে রাজধানীর বাইরে।
২৪ জানুয়ারি চট্টগ্রাম ও পরেরটি হবে যশোরে। দেশের ২৯টি জেলার ফুটবল অ্যাসোসিয়েশন ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন হবে। এ ছাড়া বাফুফের উপকমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এবার চ্যাম্পিয়নশিপ লিগে অংশ নেবে ৮ ক্লাব। রেলিগেশন থাকছে না।