কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার সীমান্ত দিয়ে পাচারের সময় ফেলে যাওয়া এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে ৬৪-বিজিবি ব্যাটালিয়ন।
৬৪-বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল সোমবার (৭ জুলাই) রাতে ক্যারেঙ্গাঘোনা-২ এলাকায় অবস্থান নেয়। এসময় মিয়ানমার থেকে একজন চোরাকারবারী বাংলাদেশের দিকে প্রবেশ করলে তাকে ধাওয়া করা হয়।
তিনি আরও জানান, চোরাকারবারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল তল্লাশি করে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো টেকনাফ থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে আলামত হিসেবে জমা দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ