দর্শক সারিতে রজার ফেদেরার থাকলেই কী যেন হয়ে যেত নোভাক জোকোভিচের। জিততে পারতেন না কোনো ম্যাচ। এবারও জেগেছিল সেই শঙ্কা। তবে ঘুরে দাঁড়িয়ে অবশেষে সেই ধারা ভাঙতে পারলেন সার্বিয়ান তারকা। অ্যালেক্স ডি মিনোরকে হারিয়ে উইম্বলডনের কোয়ার্টার-ফাইনালে উঠলেন তিনি।
সেন্টার কোর্টে শুরুটা ভীষণ বাজে হয় জোকোভিচের। আধা ঘণ্টার মধ্যে হেরে যান প্রথম সেট। সেই ধাক্কা সামলে পরপর দুই সেট জিতে নেন তিনি। চতুর্থ সেটে জোকোভিচ আবার পিছিয়ে পড়েন ৪-১ গেমে। রয়্যাল বক্সে ছিলেন ফেদেরার, উইম্বলডনে পুরুষ এককের রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন। তার রেকর্ড ছোঁয়ার লক্ষ্যে এগিয়ে চলা জোকোভিচ এরপর দুর্দান্ত পারফরম্যান্সে জয় তুলে নেন।
তিন ঘণ্টা ১৮ মিনিটে অস্ট্রেলিয়ান ১১তম বাছাইকে ১-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ। কিংবদন্তি ফেদেরারের সামনে অবশেষে জিততে পারার উচ্ছ্বাস ম্যাচ শেষে জোকোভিচের কণ্ঠে ধরা দিল আর তার চোখে-মুখেও ছিল সেই প্রতিফলন।
জোকোভিচ বলেন, “এটাই হয়তো প্রথমবার যে, তিনি (গ্যালারিতে বসে) আমাকে খেলতে দেখছেন এবং আমি ম্যাচ জিতলাম। গত কয়েকবার (তার সামনে) আমি হেরে গিয়েছিলাম, তাই অভিশাপটা কাটাতে পেরে ভালো লাগছে। রজার অনেক বড় একজন চ্যাম্পিয়ন এবং তাকে আমি অনেক সম্মান করি। অনেক বছর আমরা এই মঞ্চে খেলেছি এবং আবার তাকে তার প্রিয় ও সফল টুর্নামেন্টে ফিরে পাওয়াটা দারুণ ব্যাপার।”
উইম্বলডনে ফেদেরারের সর্বোচ্চ শিরোপা জয়কে ছোঁয়ার পাশাপাশি আরেকটি রেকর্ড গড়ার দিকেও ছুটছেন জোকোভিচ। সামনের তিনটি ম্যচ জিতলেই গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে (পুরুষ ও নারী মিলিয়ে) সর্বোচ্চ ২৫টি শিরোপা হবে ৩৮ বছর বয়সী তারকার। বর্তমানে তার সঙ্গে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডটির মালিক কিংবদন্তি মার্গারেট কোর্ট।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ