প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। দেশটির মাটিতে শান মাসুদ, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের হোয়াইটওয়াশ করেছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ ও সাকিবরা। ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে নিজ কার্যালয়ে গতকাল সংবর্ধনা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ ছাড়া বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ ছাড়াও পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন উপস্থিত ছিলেন। সিরিজজয়ী ক্রিকেট দলের মধ্যে উপস্থিত ছিলেন না সাকিব আল হাসান। কাউন্টি ক্রিকেটে সারের পক্ষে খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার। দলের সবার সঙ্গে প্রধান উপদেষ্টা হাসিমুখে ছবি তোলেন। জড়িয়ে ধরে ছবি তোলেন রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ১৯১ রান করা মুশফিকের সঙ্গে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ক্রিকেটারদের বলেন, ‘জয়ের পর আমি অধিনায়কের সঙ্গে কথা বলেছি। তবে তোমাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে জাতির পক্ষ থেকে অভিনন্দন জানাতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলাম।’ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ক্রিকেটারদের খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। প্রধান উপদেষ্টা প্যারিস অলিম্পিকে উপদেষ্টা ও শুভেচ্ছাদূত হিসেবে অংশ নিয়েছেন। ২০২৬ সালে ইতালির মিলানে শীতকালীন অলিম্পিকেও তাঁকে উপদেষ্টা ও শুভেচ্ছাদূত হিসেবে আমন্ত্রণ জানানোর কথা জানান। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে পেরে প্রতিটি খেলোয়াড় উচ্ছ্বসিত। এটা আমাদের পরবর্তীতে উৎসাহ দেবে।’ যুব ও ক্রীড়া উপদেষ্টা দেশের এমন ক্রান্তিকালে জয় পাওয়ায় ক্রিকেটারদের প্রশংসা করেন। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে জয় পায় ১০ উইকেটে এবং একই ভেন্যুতে দ্বিতীয় টেস্টে জয় পায় ৬ উইকেটে। প্রথম টেস্টে ম্যাচসেরা হন মুশফিক এবং দ্বিতীয় টেস্টে লিটন দাস। সিরিজসেরা হন মেহেদি মিরাজ।
শিরোনাম
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
ক্রিকেটারদের সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তান সিরিজজয়ী ট্রফি হাতে বাংলাদেশ ক্রিকেট দল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর