প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। দেশটির মাটিতে শান মাসুদ, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের হোয়াইটওয়াশ করেছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ ও সাকিবরা। ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে নিজ কার্যালয়ে গতকাল সংবর্ধনা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ ছাড়া বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ ছাড়াও পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন উপস্থিত ছিলেন। সিরিজজয়ী ক্রিকেট দলের মধ্যে উপস্থিত ছিলেন না সাকিব আল হাসান। কাউন্টি ক্রিকেটে সারের পক্ষে খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার। দলের সবার সঙ্গে প্রধান উপদেষ্টা হাসিমুখে ছবি তোলেন। জড়িয়ে ধরে ছবি তোলেন রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ১৯১ রান করা মুশফিকের সঙ্গে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ক্রিকেটারদের বলেন, ‘জয়ের পর আমি অধিনায়কের সঙ্গে কথা বলেছি। তবে তোমাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে জাতির পক্ষ থেকে অভিনন্দন জানাতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলাম।’ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ক্রিকেটারদের খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। প্রধান উপদেষ্টা প্যারিস অলিম্পিকে উপদেষ্টা ও শুভেচ্ছাদূত হিসেবে অংশ নিয়েছেন। ২০২৬ সালে ইতালির মিলানে শীতকালীন অলিম্পিকেও তাঁকে উপদেষ্টা ও শুভেচ্ছাদূত হিসেবে আমন্ত্রণ জানানোর কথা জানান। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে পেরে প্রতিটি খেলোয়াড় উচ্ছ্বসিত। এটা আমাদের পরবর্তীতে উৎসাহ দেবে।’ যুব ও ক্রীড়া উপদেষ্টা দেশের এমন ক্রান্তিকালে জয় পাওয়ায় ক্রিকেটারদের প্রশংসা করেন। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে জয় পায় ১০ উইকেটে এবং একই ভেন্যুতে দ্বিতীয় টেস্টে জয় পায় ৬ উইকেটে। প্রথম টেস্টে ম্যাচসেরা হন মুশফিক এবং দ্বিতীয় টেস্টে লিটন দাস। সিরিজসেরা হন মেহেদি মিরাজ।
শিরোনাম
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
ক্রিকেটারদের সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তান সিরিজজয়ী ট্রফি হাতে বাংলাদেশ ক্রিকেট দল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর