প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। দেশটির মাটিতে শান মাসুদ, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের হোয়াইটওয়াশ করেছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ ও সাকিবরা। ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে নিজ কার্যালয়ে গতকাল সংবর্ধনা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ ছাড়া বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ ছাড়াও পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন উপস্থিত ছিলেন। সিরিজজয়ী ক্রিকেট দলের মধ্যে উপস্থিত ছিলেন না সাকিব আল হাসান। কাউন্টি ক্রিকেটে সারের পক্ষে খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার। দলের সবার সঙ্গে প্রধান উপদেষ্টা হাসিমুখে ছবি তোলেন। জড়িয়ে ধরে ছবি তোলেন রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ১৯১ রান করা মুশফিকের সঙ্গে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ক্রিকেটারদের বলেন, ‘জয়ের পর আমি অধিনায়কের সঙ্গে কথা বলেছি। তবে তোমাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে জাতির পক্ষ থেকে অভিনন্দন জানাতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলাম।’ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ক্রিকেটারদের খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। প্রধান উপদেষ্টা প্যারিস অলিম্পিকে উপদেষ্টা ও শুভেচ্ছাদূত হিসেবে অংশ নিয়েছেন। ২০২৬ সালে ইতালির মিলানে শীতকালীন অলিম্পিকেও তাঁকে উপদেষ্টা ও শুভেচ্ছাদূত হিসেবে আমন্ত্রণ জানানোর কথা জানান। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে পেরে প্রতিটি খেলোয়াড় উচ্ছ্বসিত। এটা আমাদের পরবর্তীতে উৎসাহ দেবে।’ যুব ও ক্রীড়া উপদেষ্টা দেশের এমন ক্রান্তিকালে জয় পাওয়ায় ক্রিকেটারদের প্রশংসা করেন। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে জয় পায় ১০ উইকেটে এবং একই ভেন্যুতে দ্বিতীয় টেস্টে জয় পায় ৬ উইকেটে। প্রথম টেস্টে ম্যাচসেরা হন মুশফিক এবং দ্বিতীয় টেস্টে লিটন দাস। সিরিজসেরা হন মেহেদি মিরাজ।
শিরোনাম
- তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয়ে আপিলের চূড়ান্ত রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
ক্রিকেটারদের সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তান সিরিজজয়ী ট্রফি হাতে বাংলাদেশ ক্রিকেট দল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর