প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। দেশটির মাটিতে শান মাসুদ, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের হোয়াইটওয়াশ করেছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ ও সাকিবরা। ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে নিজ কার্যালয়ে গতকাল সংবর্ধনা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ ছাড়া বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ ছাড়াও পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন উপস্থিত ছিলেন। সিরিজজয়ী ক্রিকেট দলের মধ্যে উপস্থিত ছিলেন না সাকিব আল হাসান। কাউন্টি ক্রিকেটে সারের পক্ষে খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার। দলের সবার সঙ্গে প্রধান উপদেষ্টা হাসিমুখে ছবি তোলেন। জড়িয়ে ধরে ছবি তোলেন রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ১৯১ রান করা মুশফিকের সঙ্গে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ক্রিকেটারদের বলেন, ‘জয়ের পর আমি অধিনায়কের সঙ্গে কথা বলেছি। তবে তোমাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে জাতির পক্ষ থেকে অভিনন্দন জানাতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলাম।’ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ক্রিকেটারদের খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। প্রধান উপদেষ্টা প্যারিস অলিম্পিকে উপদেষ্টা ও শুভেচ্ছাদূত হিসেবে অংশ নিয়েছেন। ২০২৬ সালে ইতালির মিলানে শীতকালীন অলিম্পিকেও তাঁকে উপদেষ্টা ও শুভেচ্ছাদূত হিসেবে আমন্ত্রণ জানানোর কথা জানান। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে পেরে প্রতিটি খেলোয়াড় উচ্ছ্বসিত। এটা আমাদের পরবর্তীতে উৎসাহ দেবে।’ যুব ও ক্রীড়া উপদেষ্টা দেশের এমন ক্রান্তিকালে জয় পাওয়ায় ক্রিকেটারদের প্রশংসা করেন। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে জয় পায় ১০ উইকেটে এবং একই ভেন্যুতে দ্বিতীয় টেস্টে জয় পায় ৬ উইকেটে। প্রথম টেস্টে ম্যাচসেরা হন মুশফিক এবং দ্বিতীয় টেস্টে লিটন দাস। সিরিজসেরা হন মেহেদি মিরাজ।
শিরোনাম
- ধূমপান ছাড়তে বলায় এরদোয়ানকে যে জবাব দিলেন মেলোনি
- ট্রাম্পের শান্তিচুক্তির আহ্বান প্রত্যাখ্যান ইরানের
- ভারতে ১৫০০ কোটি ডলার বিনিয়োগ করছে গুগল
- ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, বেরোবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- গোপালগঞ্জে বিশ্ব মান দিবস পালিত
- অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ বাস্তবায় করতে হবে: রাশেদ প্রধান
- আসিয়ান শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে কুয়ালালামপুরে কঠোর নিরাপত্তা
- শরীয়তপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
- গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: খেলাফত মজলিস মহাসচিব
- জমি নিয়ে বিরোধে একজনকে কুপিয়ে হত্যা, তিনজনকে জখম
- নারায়ণগঞ্জে পেশাদার গাড়িচালকদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি: বাণিজ্য উপদেষ্টা
- সারজিসের বক্তব্যের সময় বিদ্যুৎ বিভ্রাট নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা
- গাজীপুরে বিশ্ব মান দিবস পালিত
- মোংলায় যুবককে পিটিয়ে হত্যা, আটক ২
- সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত
- বগুড়ায় ‘বিষাক্ত মদপানে’ একে একে পাঁচজনের মৃত্যু
- বগুড়ায় পিতার লাশ আটকে রেখে সম্পত্তি আদায়
- বিনিয়োগের পরিবেশ প্রয়োজন
- স্বনামধন্য ব্যবসায়ীদের কপালেও ঋণখেলাপির তিলক
ক্রিকেটারদের সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তান সিরিজজয়ী ট্রফি হাতে বাংলাদেশ ক্রিকেট দল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর