প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। দেশটির মাটিতে শান মাসুদ, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের হোয়াইটওয়াশ করেছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ ও সাকিবরা। ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে নিজ কার্যালয়ে গতকাল সংবর্ধনা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ ছাড়া বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ ছাড়াও পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন উপস্থিত ছিলেন। সিরিজজয়ী ক্রিকেট দলের মধ্যে উপস্থিত ছিলেন না সাকিব আল হাসান। কাউন্টি ক্রিকেটে সারের পক্ষে খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার। দলের সবার সঙ্গে প্রধান উপদেষ্টা হাসিমুখে ছবি তোলেন। জড়িয়ে ধরে ছবি তোলেন রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ১৯১ রান করা মুশফিকের সঙ্গে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ক্রিকেটারদের বলেন, ‘জয়ের পর আমি অধিনায়কের সঙ্গে কথা বলেছি। তবে তোমাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে জাতির পক্ষ থেকে অভিনন্দন জানাতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলাম।’ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ক্রিকেটারদের খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। প্রধান উপদেষ্টা প্যারিস অলিম্পিকে উপদেষ্টা ও শুভেচ্ছাদূত হিসেবে অংশ নিয়েছেন। ২০২৬ সালে ইতালির মিলানে শীতকালীন অলিম্পিকেও তাঁকে উপদেষ্টা ও শুভেচ্ছাদূত হিসেবে আমন্ত্রণ জানানোর কথা জানান। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে পেরে প্রতিটি খেলোয়াড় উচ্ছ্বসিত। এটা আমাদের পরবর্তীতে উৎসাহ দেবে।’ যুব ও ক্রীড়া উপদেষ্টা দেশের এমন ক্রান্তিকালে জয় পাওয়ায় ক্রিকেটারদের প্রশংসা করেন। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে জয় পায় ১০ উইকেটে এবং একই ভেন্যুতে দ্বিতীয় টেস্টে জয় পায় ৬ উইকেটে। প্রথম টেস্টে ম্যাচসেরা হন মুশফিক এবং দ্বিতীয় টেস্টে লিটন দাস। সিরিজসেরা হন মেহেদি মিরাজ।
শিরোনাম
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
ক্রিকেটারদের সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তান সিরিজজয়ী ট্রফি হাতে বাংলাদেশ ক্রিকেট দল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর