চলতি মাসের শেষে পাকিস্তান সফর করবে টাইগাররা। মে মাসের শেষ ও জুনের প্রথম সপ্তাহ মিলিয়ে পাঁচটি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। পাকিস্তান সফরের আগে নাজমুল বাহিনী দুটি টি-২০ ম্যাচ খেলবে ‘মরুদেশ’ সংযুক্ত আরব আামিরাতের বিপক্ষে। দুই দেশের টি-২০ সিরিজের সূচি চূড়ান্ত করেছে আমিরাত ক্রিকেট বোর্ড। সফরের দুটি ম্যাচই হবে শারজাহতে। আমিরাতের সবচেয়ে জনপ্রিয় পুরোনো ভেন্যু শারজাহ। এ ভেন্যুতে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল ১৯৮৬ সালে। অবশ্য আমিরাতের দুবাইয়ে স্বাগতিক দেশটির বিপক্ষে টি-২০ সিরিজ খেলেছে। খেলেছে টি-২০ এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপেরও ম্যাচ। স্বাগতিকদের বিপক্ষে দুটি ম্যাচই হবে শারজাহতে যথাক্রমে ১৭ ও ১৯ মে। খেলাগুলো শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৯টায়। আমিরাতের বিপক্ষে সব মিলিয়ে খেলেছে তিনটি টি-২০ ম্যাচ। সাফল্য শতভাগ। ২০১৬ সালে টি-২০ এশিয়া কাপে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল দুই দল। এরপর ২০২২ সালে দুই ম্যাচের সিরিজ খেলেছিল বাংলাদেশ। দুবাইয়ের সিরিজটি ছিল টি-২০ বিশ্বকাপের প্রস্তুতিমূলক। সিরিজের বিষয়টি নিশ্চিত করেছেন আমিরাত ক্রিকেট বোর্ডের সিইও সুবহান আহমেদ। তিনি বলেন, ‘বাংলাদেশ ছেলেদের দলের বিপক্ষে আরেকটি টি-২০ সিরিজের আয়োজক হতে পারায় আমরা রোমাঞ্চিত।’ বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘বাংলাদেশ জাতীয় দল আরব আমিরাতে খেলতে যাবে জেনে আমরা আনন্দিত। আন্তর্জাতিক সূচির আগে এ ম্যাচগুলো আমাদের প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ অংশ হবে।
আমরা আত্মবিশ্বাসী যে, এই ম্যাচ দুটি বিসিবি ও ইসিবির মধ্যকার ক্রিকেটীয় বন্ধনকে আরও মজবুত করবে।’ বাংলাদেশ সর্বশেষ টি-২০ ম্যাচ খেলেছিল গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।