কিছুদিন আগেও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং আক্রমণের হাতিয়ার ছিলেন স্পিনাররা। কিন্তু সাম্প্রতিক সময়ে পেস বিভাগ হয়ে উঠেছে শক্তিশালী হাতিয়ার। টাইগার পেসারদের সমীহ করে খেলতে হচ্ছে বড় দলগুলোকে। ফলে দলের একাদশে জায়গা পাওয়া নিয়ে এখন রীতিমতো প্রতিযোগিতা করতে হচ্ছে তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ, তানজিম সাকিব, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদদের। পেস বিভাগ আরও ক্ষুরধার করতে গত বছরের মার্চে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বোলিং কোচ হিসেবে ক্রিকেট বোর্ড চুক্তি করে নিউজিল্যান্ডের আন্দ্রে অ্যাডামসের সঙ্গে। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তির একটি শর্ত অনুসরণ করে সাবেক এ কিউই অলরাউন্ডারকে বিদায় জানাল বিসিবি। ক্রিকেট পরিচালনা বিভাগের পক্ষ থেকে অ্যাডমসকে ফুল দিয়ে শুভেচ্ছা ও বিদায়ি সংবর্ধনা জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ক্রিকেটার ও কোচিং স্টাফরা। ফলে এখন পেস বোলিং কোচশূন্য টাইগার শিবির। এদিকে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বুধবার সকালে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১৭ ও ১৯ তারিখ হবে ম্যাচ দুটি। এ সফর শেষে ২১ মে পাকিস্তান যাওয়ার কথা লিটন কুমার দাসের দলকে। তবে গতকাল বিসিবির মিডিয়া বিভাগের সিনিয়র ম্যানেজার রাবিদ ইমাম জানান, তার এ বিদায়ের পর এখনই নতুন কোচ নিয়োগ দিচ্ছে না ক্রিকেট বোর্ড। সামনের সংযুক্ত আরব আমিরাত সফরে পেস বোলিং কোচ হিসেবে কাউকে নেওয়ার সম্ভাবনাও নেই বলে জানিয়েছেন তিনি। তবে ক্রিকেটপাড়ায় নতুন কোচ হিসেবে অসি পেসার শন টেইটের কথাই শোনা যাচ্ছে। বিপিএলের শেষ আসরে তিনি চিটাগং কিংসের প্রধান কোচের দায়িত্ব পালন করেন। তখনই তার সঙ্গে কথাবার্তা এগিয়ে রেখেছিল ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত টেইটই হতে পারেন টাইগার পেসারদের নতুন পেস বোলিং কোচ, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।
শিরোনাম
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
- পর্তুগাল-স্পেনে ৪৬ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি
- জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম
- ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি
- আগামী সপ্তাহের যেকোনও সময় গাজায় যুদ্ধবিরতি: ট্রাম্প
- গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৫১
- ‘নারীকে অধিকারহীন রেখে কোনভাবেই রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়’
- আদালতে সাবেক সিইসি নুরুল হুদার দায় স্বীকার
- চট্টগ্রামে আরও ১৫ জনের করোনা শনাক্ত
- মাগুরায় আন্তঃজেলা চোর চক্রের ৮ সদস্য গ্রেপ্তার
- স্কুলছাত্র-পর্যটক-রিসোর্টে মাদক সরবরাহকারী আটক
- ৫০ হাজার ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ
- আখাউড়ায় ট্রেনের টিকিটসহ কালোবাজারি গ্রেপ্তার
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে আইন পাস
- প্রাক্তন স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ
- অনলাইনে ১৭ লাখের বেশি করদাতার রিটার্ন দাখিল