কিছুদিন আগেও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং আক্রমণের হাতিয়ার ছিলেন স্পিনাররা। কিন্তু সাম্প্রতিক সময়ে পেস বিভাগ হয়ে উঠেছে শক্তিশালী হাতিয়ার। টাইগার পেসারদের সমীহ করে খেলতে হচ্ছে বড় দলগুলোকে। ফলে দলের একাদশে জায়গা পাওয়া নিয়ে এখন রীতিমতো প্রতিযোগিতা করতে হচ্ছে তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ, তানজিম সাকিব, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদদের। পেস বিভাগ আরও ক্ষুরধার করতে গত বছরের মার্চে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বোলিং কোচ হিসেবে ক্রিকেট বোর্ড চুক্তি করে নিউজিল্যান্ডের আন্দ্রে অ্যাডামসের সঙ্গে। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তির একটি শর্ত অনুসরণ করে সাবেক এ কিউই অলরাউন্ডারকে বিদায় জানাল বিসিবি। ক্রিকেট পরিচালনা বিভাগের পক্ষ থেকে অ্যাডমসকে ফুল দিয়ে শুভেচ্ছা ও বিদায়ি সংবর্ধনা জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ক্রিকেটার ও কোচিং স্টাফরা। ফলে এখন পেস বোলিং কোচশূন্য টাইগার শিবির। এদিকে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বুধবার সকালে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১৭ ও ১৯ তারিখ হবে ম্যাচ দুটি। এ সফর শেষে ২১ মে পাকিস্তান যাওয়ার কথা লিটন কুমার দাসের দলকে। তবে গতকাল বিসিবির মিডিয়া বিভাগের সিনিয়র ম্যানেজার রাবিদ ইমাম জানান, তার এ বিদায়ের পর এখনই নতুন কোচ নিয়োগ দিচ্ছে না ক্রিকেট বোর্ড। সামনের সংযুক্ত আরব আমিরাত সফরে পেস বোলিং কোচ হিসেবে কাউকে নেওয়ার সম্ভাবনাও নেই বলে জানিয়েছেন তিনি। তবে ক্রিকেটপাড়ায় নতুন কোচ হিসেবে অসি পেসার শন টেইটের কথাই শোনা যাচ্ছে। বিপিএলের শেষ আসরে তিনি চিটাগং কিংসের প্রধান কোচের দায়িত্ব পালন করেন। তখনই তার সঙ্গে কথাবার্তা এগিয়ে রেখেছিল ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত টেইটই হতে পারেন টাইগার পেসারদের নতুন পেস বোলিং কোচ, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।
শিরোনাম
- যে কারণে ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহার করে নিচ্ছে নরওয়ে
- আইভীর জামিন নামঞ্জুর
- ১৭ ও ২৪ মে শনিবার চলবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
- বলিউড তারকারা কেন নীরব? জবাব দিলেন জাভেদ আখতার
- র্যাব পুনর্গঠন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- বিলুপ্তির পথে উল্লুক ও চশমাপরা হনুমান
- কোটালীপাড়ায় মঙ্গলবার দিনব্যাপী কবি সুকান্ত মেলা
- দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন করলে ভারতে যাওয়ার প্রয়োজন নেই : রিজভী
- শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৫ অভিযোগ
- দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬৬৫ জন
- ‘সড়ক ও মহাসড়কে কোরবানির পশুর হাট বসতে দেওয়া হবে না’
- ইউক্রেনে যুদ্ধ বন্ধে ‘বাধ্যতামূলক শান্তি চুক্তি’ করার আহ্বান চীনের
- পরীক্ষার মুখে ভারতের কূটনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, রয়টার্সের বিশ্লেষণ
- সাত বছরে ‘সারা’ লাইফস্টাইল
- বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালুর বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে ইউজিসি
- তেজগাঁওয়ে এক সপ্তাহ আগে নিখোঁজ হওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার
- টাইগারদের নতুন পেস বোলিং কোচ টেইট
- ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ
- রাজধানীতে হিটস্ট্রোক সেন্টার উদ্বোধন, মিলবে বিনামূল্যে চিকিৎসা সেবা
- কোরবানির পশু পরিবহনে চালানো হবে ৩ ট্রেন
অ্যাডামসের বিদায়ঘণ্টা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর