দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটিতে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দল। গতকাল কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে প্রোটিয়া মেয়েদের ৫ উইকেটে হারিয়েছেন শারমিন সুলতানারা। এতে সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ। টস জিতে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেট হারিয়ে ১১৬ রান করে। প্রোটিয়াদের হয়ে ওপেনার টানিক্লিফ ৩৭ বলে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন। এ ছাড়া লোরেন্স ৩২, এনজুজা ২২ ও টাকার ১১ রান করেন। দলের হয়ে হাবিবা সর্বোচ্চ ২টি এবং নিশি, জেসমিন, ইয়াসমিন একটি করে উইকেট নেন। প্রোটিয়া মেয়েদের ১১৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ম্যাচসেরা স্বর্ণা আক্তারের হাফ সেঞ্চুরিতে এ জয় নিশ্চিত করে লাল-সবুজের দল। ৩২ বলে ৫ চার ও এক ছক্কায় ৫০* রানের ইসিংসটি সাজান তিনি। এ ছাড়া আফিয়া আসিমা ১২ ও ফারজানা ইয়াসমিন ২৫ রানের ইনিংস খেলেন। দক্ষিণ আফ্রিকার হয়ে এলিজ মারি মার্ক্স ও লাহ জোনেস ২টি করে উইকেট নেন। টাকার নেন একটি উইকেট।
এদিকে ইমাজিং ক্রিকেট দলের জয়ের দিনে সুখবর পেয়েছে বাংলাদেশ নারী জাতীয় দল। তারা আইসিসি টি-২০ র্যাকিংয়ে এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে। চলতি মাসের শুরুতে বাংলাদেশ ছিল দশম স্থানে।