দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়নরা ১৬ ম্যাচে ১১ জয়ে ৩৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে। বাছাইপর্বে ভেনিজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে শেষ দুটি ম্যাচের প্রাথমিক স্কোয়াডে রয়েছেন লিওনেল মেসি। আলবিসেলেস্তাদের পরের ম্যাচ ৫ সেপ্টেম্বর ভেনিজুয়েলা এবং ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে।
আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড : এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কাস আকুনিয়া, জুলিও সোলার, গঞ্জালো মন্টিয়েল, লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস পাজ, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দি পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, ক্লদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তানতুনো, ভ্যালেন্টাইন কার্বোনি, অ্যালান ভারেলা, অ্যালেক্সিস ম্যাক আলস্টিার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া ও হোসে ম্যানুয়েল লোপেজ।