এশিয়া কাপ হকি থেকে পাকিস্তান নাম প্রত্যাহার করায় সুযোগ মিলেছে বাংলাদেশের। শেষ মুহূর্তে এসে টুর্নামেন্টের সূচিতে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার গ্রুপে জায়গা করে নিয়েছে লাল-সবুজের দল। এ প্রতিযোগিতায় আটটি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশের গ্রুপে দক্ষিণ কোরিয়া ছাড়াও আছেন মালয়েশিয়া ও চাইনিজ তাইপে। অপর গ্রুপে স্বাগতিক ভারত, জাপান, চীন ও কাজাখস্তান। পাকিস্তানের মতো ওমানও নাম প্রত্যাহার করায় খেলার সুযোগ পেয়েছে কাজাখস্তান। ২৯ আগস্ট টুর্নামেন্টের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। পরদিন লড়বে চাইনিজ তাইপের বিপক্ষে। এক দিন বিরতি নিয়ে ১ সেপ্টেম্বর শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। ভারতের বিহারের রাজগির শহরে এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল সরাসরি জায়গা করে নেবে আগামী বছর নেদারল্যান্ডস-বেলজিয়ামে অনুষ্ঠেয় বিশ্বকাপে।
এ ছাড়া অন্য সেরা পাঁচটি দল সুযোগ পাবে বিশ্বকাপ বাছাই খেলার। ১০ দিনের এ টুর্নামেন্টের ফাইনাল হবে ৭ সেপ্টেম্বর।