‘আমি সব সময়ই এভাবে শেষ করার স্বপ্ন দেখতাম। অনেক বছর বার্সেলোনায় ভালোবাসা পেয়েছি, এখনো পাই। কিন্তু এই ভালোবাসা আমার নিজের দেশে, আমার নিজের মানুষের কাছ থেকে পাওয়ার স্বপ্ন ছিল।’ আর্জেন্টাইন মিডিয়ার সঙ্গে ম্যাচের পর এভাবেই নিজের আবেগ প্রকাশ করলেন লিওনেল মেসি। গতকাল বাংলাদেশ সময় সকালে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। এ ম্যাচে লিওনেল মেসি দুটি গোল করেছেন। অপর গোলটি করেছেন লটারো মার্টিনেজ।
আর্জেন্টিনার মাটিতে লিওনেল মেসির সম্ভাব্য শেষ ম্যাচ ছিল গতকাল। এরপর তিনি হয়তো আর ঘরের মাঠে খেলতে নামবেন না। ৮৫ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। ম্যাচটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে লিওনেল মেসির অসাধারণ পারফরম্যান্সে। ৪০তম মিনিটে গোল করেন তিনি। সতীর্থের লম্বা পাসে বল পেয়ে জুলিয়ান আলভারেজ ডি বক্সে ছুটে যান। তিনি নিজেও গোলমুখে শটটা নিতে পারতেন। কিন্তু মেসিকে পেছনে দেখে তার উদ্দেশ্যে বল বাড়িয়ে দেন। প্রথম ছোঁয়ায় বল ধরে বাঁ পায়ের চিপ শটে গোলরক্ষকের ওপর দিয়ে গোল করেন মেসি। এরপর আরও বেশ কয়েকটি গোল করার সুযোগ পায় আর্জেন্টিনা। তবে ভেনেজুয়েলার গোলরক্ষক আক্রমণগুলো রুখে দেন। ম্যাচের ৭৪তম মিনিটে আলভারেসের বদলি নামেন লটারো মার্টিনেজ। এর দুই মিনিট পরই গোল করেন তিনি। গনসালেসের কাটব্যাকে বল পেয়ে হেডে গোল করেন মার্টিনেজ। চার মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। আলমাদার পাস পেনাল্টি স্পটের কাছে ফাঁকায় পেয়ে প্রথম ছোঁয়াতেই বল জালে পাঠান তিনি। আন্তর্জাতিক ফুটবলে ১৯৪ ম্যাচে মেসি গোল করলেন ১১৪টি। এর মধ্যে বিশ্বকাপ বাছাইয়ে করেছেন ৩৬ গোল।
দিয়েগো ম্যারাডোনার যোগ্য উল্টরসূরি খুঁজে পেতে বহু বছর অপেক্ষা করতে হয়েছে আর্জেন্টিনার। একসময় ক্রেসপোকে বলা হতো নতুন ম্যারাডোনা। তারপর রিকুয়েলমেসহ আরও কতজন এ তকমা পেয়েছেন। লিওনেল মেসিও ছিলেন সেই তালিকায়। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি নতুন ম্যারাডোনা থেকে হয়ে উঠলেন লিওনেল মেসি। স্বনামে, স্বমহিমায় উদ্ভাসিত হলেন। জয় করলেন বিশ্বকাপ। লাতিন আমেরিকা অঞ্চলের শ্রেষ্ঠত্বও অর্জন করলেন তিনি। জয় করলেন কোপা আমেরিকা। একের পর এক ট্রফি উপহার দিলেন আর্জেন্টিনা। তিনি ম্যারাডোনার ছায়া থেকে বেরিয়ে হয়ে উঠলেন ফুটবল ইতিহাসের সেরা তারকা। ঘরের মাঠে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এ কিংবদন্তির শেষ ম্যাচটা দেখল আর্জেন্টিনা! সামনের বিশ্বকাপেই বুটজোড়া তুলে রাখার ইঙ্গিত দিয়েছেন মেসি। বিশ্বকাপের আগে ঘরের মাঠে আর্জেন্টিনার আর কোনো ম্যাচ নেই। তবে লিওনেল স্কালোনি আশা করছেন মেসির শহর রোসারিওতে বিদায়ি ম্যাচ আয়োজন করবে ফেডারেশন।