লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। কার্লো আনচেলত্তির শিষ্যরা ৩-০ গোলে হারিয়েছে চিলিকে। আক্রমণভাগে ভিনিসাস জুনিয়র ও রদ্রিগোর মতো খেলোয়াড়রা না থাকলেও জয় পেতে তেমন সমস্যা হয়নি সিলেকাওদের।
মারাকানা স্টেডিয়ামে গতকাল ম্যাচজুড়েই আধিপত্য দেখিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে এস্তেভাও দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব?্যবধান বাড়িয়েছেন লুকাস পাকেতা ও ব্রুনো গিমারাইস। ম্যাচের ৩৮তম মিনিটে রাফিনহার শট হাত বাড়িয়ে ফেরান চিলি গোলরক্ষক। ফিরতি বলে সুযোগ কাজে লাগান এস্তেভাও। গোললাইনের সামনে থেকে চমৎকার বাইসাইকেল কিকে জাল খুঁজে নেন চেলসির এ ফরোয়ার্ড। ৭১তম মিনিটে বদলি নামার কয়েক সেকেন্ডের মধে?্য গোল করে ব?্যবধান দ্বিগুণ করেন লুকাস পাকেতা। লুইস এইহিকের ক্রসে খুব কাছ থেকে হেডে জাল খুঁজে নেন ওয়েস্ট হ?্যাম ইউনাইটেডের এ মিডফিল্ডার। ৭৬তম মিনিটে স্কোর লাইন ৩-০ করে ফেলেন গিমারাইস। এ গোলেও আছে এইহিকের অবদান। তার শট ঠেকিয়ে দেন চিলি গোলরক্ষক। ছুটে গিয়ে ফিরতি বল জালে পাঠান নিউক?্যাসল ইউনাইটেডের মিডফিল্ডার গিমারাইস। লাতিন আমেরিকা অঞ্চল থেকে আগেই বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। গতকালের জয়ে ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট সংগ্রহ করে তালিকার দুই নম্বরে অবস্থান করছে কার্লো আনচেলত্তির দল। লাতিন আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে উরুগুয়ে, ইকুয়েডর, কলম্বিয়া এবং প্যারাগুয়েও।