চলতি মাসে জর্ডানে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের আসর। সেখানে বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ১৩ অক্টোবর স্বাগতিক জর্ডানের মুখোমুখি হবে বাংলাদেশ। চার দিন পর লাল-সবুজের মেয়েরা খেলবে চাইনিজ তাইপের বিপক্ষে। বাছাইকে মেয়েদের জন্য ‘শিক্ষণীয় টুর্নামেন্ট’ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে প্রত্যাশা বেশি না হলেও প্রস্তুতিতে কোনোরকম রাখতে চাইছে না বাংলাদেশ। সেজন্য দুবাইয়ের উদ্দেশে রওনা দিচ্ছে মেয়েরা। সেখানে সংযুক্ত আরব আমিরাত ও সিরিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে বাড়তি প্রস্তুতি সারতে চায় বাংলাদেশ। দলের ভালো অনুশীলনের প্রয়োজনেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। বাছাইয়ের অনুশীলন অবশ্য পর্যাপ্ত হয়নি দেখেই সপ্তাহখানেক আগে থেকে মেয়েরা ট্রেনিং করছে কোচ সাইফুল বারী টিটুর অধীনে। বাছাই নিয়ে বড় স্বপ্ন না দেখলেও কোচ বলেন, ‘ওরা (জর্ডান ও তাইনিজ তাইপে) আমাদের চেয়ে এগিয়ে। আমাদের যেমন উন্নতি হয়েছে, তেমনি জর্ডানেরও উন্নতি হয়েছে। একসময় মালদ্বীপ আমাদের সামনে দাঁড়াতে পারত না, কিন্তু তারা এখন ভালো খেলছে। বর্তমান সময়ের পরিস্থিতি দেখেই বিচার করতে হবে। তবে আমাদের মেয়েরাও শক্তিশালী।’ আজ দুবাইয়ের উদ্দেশে রওনা দিয়ে সেখানে মঙ্গলবার সিরিয়া ও বৃহস্পতিবার স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলে ‘আসল প্রস্তুতি’ নিতে চান কোচ। দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস দুবাইয়ের ম্যাচ দুটিকে কাজে লাগাতে চান, ‘আমাদের প্রস্তুতি ভালো। সর্বশেষ সাফে ভালো খেলেছি। দুবাইয়ে শিখব, সেটা জর্ডানে কাজে লাগাব।’
শিরোনাম
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ
শেষ প্রস্তুতি নিতে অর্পিতারা যাচ্ছেন দুবাইয়ে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর