গতকাল অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছেন সাকিব আল হাসান। কেএফসি বিগ ব্যাস টি-২০ টুর্নামেন্টে খেলতে যাওয়ার জন্য এখন খুঁজছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। টিকিট পেলেই উড়ে যাবেন অস্ট্রেলিয়া। সেখানে তিনি খেলবেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের পক্ষে। স্ট্রাইকার্সের পক্ষে তিনি তিনটি ম্যাচ খেলবেন। আগামী ৫ জানুয়ারি অ্যাডিলেডের পরের ম্যাচ সিডনি সিক্সার্সের বিপক্ষে। ৯ জানুয়ারি মেলবোর্ন স্টার্স এবং ১৬ জানুয়ারি পার্থ স্কোরচার্সের বিপক্ষে ম্যাচ। বিগ ব্যাস টুর্নামেন্টে খেলার জন্য অ্যডিলেডের ডিরেক্টর অব ক্রিকেট জিমি মেইল পাঠিয়েছেন বিসিবিকে। সাকিবকে বিশ্ব একাদশেও নেওয়া হয়েছে। সাকিবের সঙ্গে বাংলাদেশ থেকে নেওয়া হয়েছে বাঁ হাতি ওপেনার তামিম ইকবালকে। আগামী ২২ জুন লর্ডসের ২০০ বছর পূর্তি। এ উপলক্ষে মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) ৫ জুলাই একটি প্রীতি ম্যাচ খেলবে অবশিষ্ট বিশ্ব একাদশের বিপক্ষে। বিশ্ব একাদশে খেলার জন্যই আমন্ত্রণ পেয়েছেন দুই ক্রিকেটার। দ্বিশত বর্ষপূর্তি উপলক্ষে ম্যাচ হবে দুটি। একটি পুরুষদের এবং অপরটি মহিলাদের।