প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা ছেড়েছেন গত মৌসুমে। কিন্তু আনুষ্ঠানিক বিদায় জানাননি ক্রিকেটকে। এক প্রদর্শনী ম্যাচ দিয়ে ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন ৩৮ বছর বয়স্ক জাভেদ ওমর বেলিম গুল্লু। আজ বিসিবি ন্যাশনাল ক্রিকেট একাডেমি মাঠে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সঙ্গে একটি টি-২০ ম্যাচ খেলবে জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটাররা। সেই ক্রিকেট ম্যাচের পর ব্যাট, গ্লাভস তুলে রাখবেন গুল্লু। ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে গুল্লু টেস্ট খেলেছেন ৪০টি। ২২.০৫ গড়ে রান করেছেন ১৭২০। সেঞ্চুরির ইনিংস একটি ১১৯। ৫৯ ওয়ানডেতে রান করেছেন ২৩.৮৫ গড়ে ১৩১২। সর্বোচ্চ ৮৫*। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১০২ ম্যাচে রান করেছেন ৫৩৫৩। সেঞ্চুরি করেছেন ১০টি।