বাংলাদেশ রানার্সআপ
মুম্বাইয়ে অনুষ্ঠিত চতুর্থ আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ রানার্সআপ হয়েছে। পাঁচ দেশের মধ্যে অনুষ্ঠিত এ আসরে দেশের কারাতেকরা ১১ স্বর্ণ, ৯ রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ জিতে রানার্সআপের কৃতিত্ব পান। ১২৭টি স্বর্ণ জিতে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক ভারত। ৮ স্বর্ণ, ৫ রৌপ্য ও ৮ ব্রোঞ্জ জিতে তৃতীয় স্থান দখল করে ভুটান।
সালমাদের ট্রেনার
কিছুদিন আগে ছালমা খাতুনদের জন্য একজন অস্ট্রেলিয়ানকে কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এবার নিয়োগ দেওয়া হলো কীর্তি বিশ্বনাধা একজন ভারতীয়কে। যিনি একজন ট্রেনার। তাকে নিয়োগ দেওয়া হয়েছে আইসিসির শর্ত পূরণ করতে। আইসিসির শর্ত অনুযায়ী প্রতিটি দলকে একজন ট্রেনার রাখতে হবে। আগামী ১৬ মার্চ-৬ এপ্রিল বাংলাদেশে বসছে টি-২০ বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ। এবারই প্রথম মহিলা বিভাগে অংশ নিচ্ছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।
আফ্রিদির স্বপ্ন
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি বলেছেন, বাংলাদেশে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের শিরোপা জিততে পারে পাকিস্তান। টি-২০ ক্রিকেটে পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স ও বাংলাদেশের উইকেটের কথা চিন্তা করেই এমন মন্তব্য করেন পাকিস্তানের এই অলরাউন্ডার। ঢাকায় অনুষ্ঠিত শেষ এশিয়া কাপে শিরোপা জিতেছে পাকিস্তান। তাই আফ্রিদির বিশ্বাস, এবারও ঢাকাতেই টি-২০ বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধার করবে তারা।
২০১৩ সালে টি-২০ ক্রিকেটে বেশ আশাজনক ফল করেছে পাকিস্তান। ১২টি টি-২০ ম্যাচের মধ্যে ৮টিতেই জিতেছে তারা। স্থানীয় একটি পত্রিকাকে আফ্রিদি বলেছেন, 'গত বছর টি-২০তে পাকিস্তানের পারফরম্যান্স অনেক ভালো ছিল। আমার বিশ্বাস, আগামী টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের শিরোপা জয়ের সম্ভাবনা উজ্জ্বল। আমাদের দলে বেশ তরুণ ক্রিকেটার সুযোগ পেয়েছেন। শোয়েব মাকসুদ, আহমেদ শেহজাদ এবং শারজিল খানের মতো ক্রিকেটাররাই দলকে এনে দিতে পারে শিরোপা।'
নতুন ভূমিকায় গাঙ্গুলি
নতুন বছরে নতুন এক ভূমিকা অবতীর্ণ হবেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। রাজনীতিতে যোগ দিবেন, সিনেমা করবেন, নাকি অন্য কোনো কাজ করবেন -এ ব্যাপারে পরিষ্কার করে কিছুই বলেননি ভারতীয় এই তারকা। ইতোমধ্যেই ২০১৪ সালের লোকসভা নির্বাচনে লড়াইয়ের জন্য বিজেপি'র কাছ থেকে প্রস্তাব পেয়েছেন তিনি। তবে এ নিয়ে কিছু বলতে রাজি হননি। গাঙ্গুলি জানিয়েছেন, রাজনীতি একটি স্পর্শকাতর বিষয়। টিভি পর্দায় আমি রাজনীতি নিয়ে কথা বলতে চাই না। আমি নতুন একটি ভূমিকায় অবতীর্ণ হতে চাই... তবে এটা নির্বাচিত হওয়ার বিষয়ে নির্ভর করছে। এটা অন্যান্য অনেক বিষয়ের ওপরও নির্ভরশীল।
ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গলের (ক্যাব) প্রশাসনিক ক্ষেত্রে আসছেন কি-না, এমন প্রশ্নের জবাবে গাঙ্গুলি বলেন, 'সেটাও অন্য অনেক বিষয়ের ওপর নির্ভর করছে। আমি ক্রিকেটের যে কোনো ভূমিকায় ফিরতে চাই। এটাই হবে বেশি সন্তোষজনক। এ জন্য আপনাকে ধৈর্যসহ অপেক্ষা করতে হবে। ক্রিকেটের চেয়ে স্মরণীয় আর কিছু হতে পারে না। যেদিন আমি ক্রিকেট থেকে অবসর নিয়েছি সেদিন থেকেই এটা আমার জন্য স্বপ্নের মতো কিছু। আমি জীবনের সঙ্গে এটাকে এগিয়ে নিতে চাই।'
শান্তিনগর জয়ী
কুল দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে শান্তিনগর ক্লাব পুরো পয়েন্ট সংগ্রহ করেছে। গতকাল কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ৩-১ গোলে সিটি ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের আলমগীর ২ ও আবু তাহের ১টি গোল করেন। সিটির পক্ষে ব্যবধান কমান শৈলেন্দ্র বর্মন। অন্যদিকে লিটল ফ্রেন্ডস ও ইউরো ফেমাস গোলশূন্য ড্র করে।