হার দিয়ে বছর শুরু করলো ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার রাতে তারা টটেনহ্যাম হটস্পারের কাছে হেরেছে ১-২ গোলে। তবে জয় পেয়েছে শীর্ষে থাকা আর্সেনাল, শিরোপা প্রত্যাশী ম্যানচেস্টার সিটি, লিভারপুল, চেলসি। এছাড়াও জয় পেয়েছে ফুলহ্যাম, অ্যাস্টন ভিলা, ওয়েস্টব্রম। ড্র করেছে এভারটন-স্টোক সিটি ও নরউইচ-ক্রিস্টাল প্যালেস। হেরে এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করেছে নিউক্যাসল। তাদের পয়েন্ট এখন ২০ খেলায় ৩৪।
৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আর্সেনাল। তারপরেই ৪৪ পয়েন্ট নিয়ে ম্যানসিটি। চেলসি ৪৩ পয়েন্ট নিয়ে ভাল অবস্থানেই আছে। লিভারপুলের সংগ্রহ ৩৯। নতুন বছরে আগামী ১০ দিনের আগে আর কোন খেলা নেই। আর্সেনাল ২-০ গোলে কার্ডিফকে, চেলসি ৩-০ গোলে সাউদাম্পটনকে, লিভারপুল ২-০ গোলে হাল সিটিকে, ফুলহ্যাম ২-১ গোলে ওয়েস্ট হ্যামকে, ওয়েস্টব্রম ১-০ গোলে নিউক্যাসলকে।