শাহরুখ কতটা ক্রিকেট প্রেমী, সেকথা নতুন করে বলার হয়ত প্রয়োজন পড়ে না। কারণ ক্রিকেট নিয়ে তাঁর উন্মাদনা প্রায় ছয় বছর ধরে চাক্ষুষ করে আসছে সারা পৃথিবী। আর সেই উন্মাদনার এক অংশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তাঁর ক্রিকেট টিম ‘কলকাতা নাইট রাইডার্স’ এবার মাঠের বাইশ গজ থেকে সোজা আসতে চলেছে ৭০ মিলিমিটারের সিনেপর্দায়।
খবরটা হল, খুব শীঘ্রই শাহরুখ ব্যস্ত হতে চলেছেন ‘কেকেআর’ নিয়ে বানানো তথ্যচিত্রের প্রোমোশনে ৷শুধু প্রমোশনেই নয়, এই তথ্যচিত্রের বহু দায়িত্বই নিজের কাঁধে নিয়েছিলেন শাহরুখ। এমনকি চিত্রনাট্যেও মগজ খাটিয়েছেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসর জানিয়েছেন, ‘তথ্যচিত্র কেকেআর একেবারে তৈরি। শাহরুখের কাছ থেকে গ্রিন সিগনাল পেলেই কোন প্ল্যাটফর্মে মুক্তি করা হবে তা ঠিক হবে। আপাতত তা নিয়েই শাহরুখের সঙ্গে মিটিংয়ে ব্যস্ত।’
কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে তৈরি হওয়া এই তথ্যচিত্রে উঠে আসবে এই টিমের উত্থান-পতন বলা যায় গোটা কেরিয়ার গ্রাফ। কখনও টিম তৈরি, কখনও টিম ভাঙা। ক্যাপ্টেন বদল থেকে শুরু করে আইপিএল জিতে নেওয়ার সব ঘটনাই উঠে আসবে এই তথ্যচিত্রে। শুধু তাই নয়, সবচেয়ে জনপ্রিয় আইপিএল অ্যান্থম ‘করব লড়ব জিতব রে’কেও নতুন করে সাজানো হবে তথ্যচিত্রে। তথ্যচিত্রে থাকবে চিয়ারলিডারদের নানা মজার গপ্পোও। তথ্যচিত্রটি মুক্তি পেতে পারে জানুয়ারিতেই।