মারিয়া শারাপোভা তার 'সেরেনা' ভীতি কাটিয়ে উঠতে পারেনি প্রায় এক দশকেও। সেই ২০০৪ সালে সর্বশেষ সেরেনাকে তিন সেটের এক ম্যাচে হারিয়েছিলেন রুশ কন্যা। গত নয় বছরে আরও ১৩টি ম্যাচে মুখোমুখি হয়েছেন দুজন। প্রতিবারই জয় পেয়েছেন সেরেনা উইলিয়ামস! এর মধ্যে তিন সেটের ম্যাচ ছিল মাত্র তিনটি। বাকি সবকটিতেই সেরেনা জয় পেয়েছেন সরাসরি সেটে। গতকালও হলো তাই। ব্রিসবেন ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের সেমিফাইনালে রুশ কন্যা মারিয়া শারাপোভাকে ৬-২, ৭-৬ (৯/৭) গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস। এই নিয়ে টানা ১৪ ম্যাচে শারাপোভাকে পরাজিত করলেন সেরেনা। ফাইনালে তিনি মুখোমুখি হবেন বেলারুশ তরুণী ভিক্টোরিয়া আজারেঙ্কার। গতকাল অপর সেমিফাইনালে আজারেঙ্কা ১-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন সার্বিয়ার জেলেনা জাঙ্কোভিচকে। এদিকে ব্রিসবেন ইন্টারন্যাশনালের পুরুষ এককে শেষ চার নিশ্চিত করেছেন সুইস তারকা রজার ফেদেরার। তার সঙ্গী হয়েছেন লিটন হিউইট, নিশিকুরি এবং জেরেমি। সেমিফাইনালে ফ্রান্সের জেরেমি চার্ডি মুখোমুখি হবেন ফেদেরারের। কোয়ার্টার ফাইনালে ফেদেরার অস্ট্রেলিয়ার মারিনকোকে ৬-১, ৬-১ গেমে হারিয়েছেন। সাবেক বিশ্ব সেরার অস্ট্রেলিয়া ওপেনের প্রস্তুতিটা ভালোই হচ্ছে। ১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বছরের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট।