জিয়ার হার
আবারও হেরেছেন বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। গতকাল হেস্টিংস ইন্টারন্যাশনাল চেস কংগ্রেসের মাস্টারস দাবা টুর্নামেন্টের ষষ্ঠ রাউন্ডে হেরেছেন ইংল্যান্ডের ফিদে মাস্টার পিটার জে সোওরেরের কাছে। এর আগে গত বৃহস্পতিবারও হেরেছিলেন জিয়া। বর্তমানে জিয়ার পয়েন্ট ষষ্ঠ রাউন্ড শেষে সাড়ে তিন।
শুমাখারের জন্মদিন
গতকাল ৪৫ বছর পূর্ণ করেছেন ফর্মুলা ওয়ানের জার্মান কিংবদন্তি মাইকেল শুমাখার। তবে বয়সের হিসাব এখন আর তার মাথায় নেই। আলপস পর্বতে স্কি করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে মাথায় আঘাত পেয়েছেন তিনি প্রায় এক সপ্তাহ হতে চলল। সেই যে কোমায় চলে গেছেন, আর ফেরার নাম নেই। শুমাখারের চেতনা না থাকলেও ভক্তরা দিনটি উদযাপন করলেন ভিন্নভাবে। এক ফরাসি হাসপাতালে চিকিৎসা চলছে শুমাখারের। এ হাসপাতালের সামনেই ভক্তরা সমবেত হয়ে মৌন প্রার্থনা করে শুমাখারের জন্মদিন পালন করলেন। শুমাখারের জন্মদিনে তার পুরনো সতীর্থরা বিভিন্ন বার্তা পাঠিয়েছেন। এর বেশির ভাগেই লেখা ছিল- 'শুমাখার জীবনের সেরা লড়াইয়ে নেমেছন। তোমাকে জয় পেতেই হবে।'
ম্যারাডোনা
ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনা লিওনেল মেসির কাঁধে ভর করে শিরোপা জয় করবে, এমন স্বপ্ন অনেক ভক্তেরই। আলবেসিলেস্তরা বিশ্বকাপ জয় করতে ব্যর্থ হলে মেসিকেই দুষবে তারা। ম্যারাডোনা এ দলে নন। তিনি আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করতে ব্যর্থ হলে মেসিকে দুষবেন না বলে জানিয়েছেন। আর্জেন্টাইন এক টেলিভিশনে সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'আমি একটি বিষয়ে বলতে পারি, আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করতে ব্যর্থ হলে মেসিকে অভিযুক্ত করা ঠিক হবে না। আমি জানি, মেসি এবারের গ্রীষ্মে চমৎকার খেলবে।'
পাঁচ কোটি ভক্ত
বার্সেলোনাই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্পোর্টস ক্লাব। বিষয়টি অনেক দিন ধরেই আলোচিত হয়ে আসছে। তবে এর প্রমাণ ছিল না। এবার প্রমাণ দিল ভক্তরা। ফেসবুকে প্রথম ক্লাব হিসেবে পাঁচ কোটি ভক্তের মাইলফলক স্পর্শ করেছে বার্সেলোনা। বিশ্বের ৩০টি জনপ্রিয় ফেসবুক পেইজের মধ্যে বার্সেলোনা এখন অন্যতম! ফোবস ম্যাগাজিনের দেওয়া তথ্য মতে, স্পেন ছাড়া ইন্দোনেশিয়ায় সর্বোচ্চ ভক্ত সংখ্যা রয়েছে কাতালানদের ৪৭ লাখ। এ ছাড়া মেক্সিকোতে ৩৪ লাখ, ব্রাজিলে ২৫ লাখ, যুক্তরাষ্ট্রে ২১ লাখ এবং তুরস্কে ১৭ লাখ ভক্ত রয়েছে বার্সার। জনপ্রিয়তার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। চার কোটি ৭০ লাখ ফেসবুক ভক্ত রয়েছে রিয়ালের। তবে ক্রিস্টিয়ানো রোনালদো এককভাবে শীর্ষে রয়েছেন। তার ভক্ত সংখ্যা ৬ কোটি ৯০ লাখ! লিওনেল মেসির ভক্ত সংখ্যা ৫ কোটি ২০ লাখ।
দ্বিতীয় বিভাগ ফুটবল
কুল দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের গতকালের দুটি ম্যাচই ড্র হয়েছে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় প্রান্তিক ক্রীড়া চক্র-দিলকুশার ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। দ্বিতীয় ম্যাচে পিডবি্লউডি গোলশূন্য ড্র করেছে টঙ্গী ক্রীড়া চক্রের সঙ্গে।