কাতার ওপেনের ফাইনালে উঠলেন বিশ্বের এক নম্বর তারকা রাফায়েল নাদাল। গতকাল শুক্রবার সেমিফাইনালে জার্মানির পিটার গজোওয়াজককে হারিয়ে ফাইনালে উঠেন তিনি। খেলার ফল ৪-৬, ৬-২, ৬-৩।
ফাইনালে ওঠার অনুভূতি প্রকাশ করতে গিয়ে নাদাল বলেন, মৌসুমের প্রথম সপ্তাহে আমি কখনই ট্রফি জিতিনি। শনিবার এই সুযোগ রয়েছে আমার সামনে।
তিনি আরও বলেন, ‘অনেক চেষ্টা করার পরে এখানে সাফল্য পেয়েছি। আশাকরি শনিবার আমি ভালো টেনিস খেলবো। চ্যাম্পিয়ন হওয়ার জন্য নিজেকে উজাড় করে দেব।
প্রতিযোগিতার ফাইনালে ফ্লোরিন মেয়ার এবং জি মনফিলের মধ্যে বিজয়ীর বিরুদ্ধে খেলবেন নাদাল।