মার্কিন টেনিস কন্যা ভেনাসকে হারিয়ে ডব্লিউটিএ ট্যুরের শিরোপা জিতেছেন সার্বিয়ার আনা ইভানোভিচ। দুই বছরের বেশি সময় পর এই শিরোপা জিতলেন তিনি।
আজ শনিবার অকল্যান্ড ক্লাসিকে সাবেক এক নম্বর খেলোয়াড় ভেনাস উইলিয়ামসকে ৬-২, ৫-৭, ৬-৪ সেটে হারান ইভানোভিচ।
উল্লেখ্য, সার্বিয়ার ২৬ বছর বয়সী এই তারকা ২০১১ সালের শেষের দিকে বালিতে ডব্লিউটিএ ট্যুরের শেষ শিরোপাটি জিতেছিলেন।