পর্তুগীজের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত হতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো। দেশের ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করা হবে।
আগামী সপ্তাহে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে পর্তুগীজের রাষ্ট্রপতি আনিবাল কাভাকো সিলভার কাছ থেকে ঐতিহ্যবাহী এই সম্মান গ্রহণ করবেন তিনি।
আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য এবং তরুণ প্রজন্মের কাছে একটি দৃঢ়তাপূর্ণ উদাহরণ সৃষ্টি করার জন্য অর্ডার অব প্রিন্স হেনরি খ্যাত ‘অর্ডেম ডো ইনফ্যান্টে ডোম হেনরিক’ সম্মানে ভূষিত করা হবে তাকে।