বৃষ্টি আইনে ওয়েস্ট ইন্ডিজকে ৫৮ রানে হারিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৫ রান করে ক্যারিবীয়রা। লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ১৩৪ রান করার পরই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত ম্যাচ আর মাঠে গড়ায়নি। ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ৫৮ রানে জিতে যায় কিউইরা। টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল নিউজিল্যান্ড। আগের ম্যাচে তো কোরি অ্যান্ডারসনের বিশ্ব রেকর্ডে বিশাল ব্যবধানে জয় পেয়েছিল তারা। এ ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন মার্টিন গাপটিল। ৮১ রান করে ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন তিনি। তাছাড়া টপ অর্ডারের চার ব্যাটসম্যানই ভালো খেলেছেন। রস টেলর করেছেন ৪৯ রান। এ ছাড়া জেসি রাইডার ও কেন উইলিয়ামস উভয়ই করেছেন ৪৭ রান।
ক্যারিবীয়রা ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায়। দলীয় খাতায় কোনো রান যোগ হওয়ার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন ওপেনার ওয়াল্টন। আরেক ওপেনার চার্লসও রানের খাতা খুলতে পারেননি। দুই রানে দুই উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তৃতীয় উইকেটে সিমন্স ও এডওয়ার্ড ৬৬ রানের জুটি গড়ে ক্যারিবীয়দের খাদের কিনারা থেকে তুলে আনেন। অধিনায়ক ডোয়াইন ব্রাভোও ভালোই ব্যাটিং করছিলেন। কিন্তু বৃষ্টি এসে সব কিছু যেন এলোমেলো করে দিল। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের কাছে হেরে গেল তারা।