পথ খোলা
হকির সব রকম কর্মসূচি থেকে বিরত রয়েছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানসহ চার ক্লাব। বিজয় দিবসের পর তাদের ছাড়াই আগামী মঙ্গলবার থেকে ক্লাব কাপের পর্দা উঠবে। ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনভীর আদেল খান গতকাল সংবাদ সম্মেলনে বলেন আমরা চেয়েছিলাম সব দলের অংশগ্রহণে টুর্নামেন্ট হোক। চার ক্লাবকে বার বার অনুরোধ করেছি যতই অভিমান থাকুক না কেন হকির চিন্তা করে আপনারা মাঠে ফিরে আসুন। কিন্তু তারা তা কর্নপাত করছেন না। এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি হকির সবচেয়ে মর্যাদাকর আসর প্রিমিয়ার লিগে নামানোর। তারা যদি খেলতে চায়, এখনো পথ খোলা রয়েছে। তবে ১২ জানুয়ারির আগে আমাদের চূড়ান্তভাবে জানাতে হবে। এরপর ফেডারেশনের আর কিছুই করার থাকবে না। উল্লেখ্য, ২ লাখ টাকার বিনিময়ে ক্লাব কাপের পৃষ্ঠপোষকতার দায়িত্ব পেয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। ট্রফি ছাড়াও চ্যাম্পিয়ন দল ৩০ ও রানার্সআপ দল নগদ ২০ হাজার টাকার পুরস্কার পাবে।
অপেক্ষা
ফুটবল মৌসুমে প্রথম ট্রফি জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। অনেকে বলছেন, যে শক্তি তাতে এবার লিগও জিতে নেবে তারা। কিন্তু অনেক ফুটবল বিশ্লেষক তা মানতে রাজি নন। তাদের কথা এবার শিরোপা জিততে হাড্ডাহাড্ডি লড়াই হবে। শেখ জামাল যতই শক্তিশালী হোক না কেন তাদেরও চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। মোহামেডান, আবাহনী ও শেখ রাসেল শিরোপা দাবিদার। তবে সবাইকে ছাড়িয়ে যেতে পারে মুক্তিযোদ্ধা। ওরা যদি পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে অনেক দিন পর লিগে হারানো ট্রফি উদ্ধার করতে পারে। প্রতিদ্বন্দ্বিতা এত বেশি হবে যে শিরোপার জন্য লিগের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
শিরোপায় বছর শুরু
মারিয়া শারাপোভা এবং ভিক্টোরিয়া আজারেঙ্কা। বর্তমান মেয়েদের টেনিসে নিঃসন্দেহে সেরাদের মধ্যে অন্যতম। ব্রিসবেন ওপেনের লাইনআপ বলছিল, মার্কিন তরুণী সেরেনাকে শিরোপা জয় করতে হলে এ দুজনকে হারিয়েই করতে হবে। সেরেনা উইলিয়ামস তাই করলেন! সেমিফাইনালে শারাপোভাকে হারানোর পর ফাইনালে হারিয়ে দিলেন ভিক্টোরিয়া আজারেঙ্কাকে। গত ইউএস ওপেনের ফাইনালে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার যে সুযোগ পেয়েছিলেন বেলারুশ তরুণী আজারেঙ্কা, তা আর হলো না। বরং আজারেঙ্কার বিপক্ষে ১৭ ম্যাচে ১৪তম জয় পেয়ে কিছুদিন পর শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া ওপেনে নিজেকেই ফেভারিট প্রমাণ করলেন সেরেনা উইলিয়ামস।
রাষ্ট্রীয় সম্মানে রোনালদো
রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো একজন ফুটবলার হিসেবে অনেক কিছুই অর্জন করেছেন। এবার নিজের দেশে সর্বোচ্চ সম্মান পেতে যাচ্ছেন তিনি। পর্তুগালের ভাবমূর্তি বিশ্বে উজ্জ্বল করায় তাকে 'অর্ডার অব প্রিন্স হেনরি' খেতাব দেওয়া হচ্ছে। মঙ্গলবার বেলেমের প্রেসিডেন্ট প্রাসাদে রোনালদোকে এ উপাধি দেবেন পর্তুগিজ প্রেসিডেন্ট অ্যানিবাল কাভাকো সিলভা। দেশের তরুণ সমাজের জন্য রোনালদোর এ অর্জনকে একটি উদাহরণ বলে ঘোষণা করা হয়েছে প্রেসিডেন্টের কার্যালয় থেকে। এ ছাড়া রোনালদোকে এ উপাধি দেওয়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, রোনালদো পর্তুগালের প্রতীক হয়ে উঠেছেন বিশ্বে।
আরামবাগে কাঞ্চন
সত্তর দশকে ক্রিকেটার আজহার প্রথম বিভাগ থেকে দ্বিতীয় বিভাগ লিগ খেলতে বিমানে যোগ দেন। ওই সময় বিষয়টি বেশ আলোড়ন তুলেছিল ক্রীড়াঙ্গনে। এবার ফুটবলে একই কাণ্ড ঘটল। গতবার পেশাদার লিগে মুক্তিযোদ্ধায় খেলা জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার রোকনুজ্জামান কাঞ্চন যোগ দিচ্ছেন চ্যাম্পিয়ন লিগের দল আরামবাগে। কাঞ্চন জানালেন অনেক দিন ধরে অফার দিয়েছিল বলে আরামবাগে খেলার সিদ্ধান্ত নিয়েছি।
কাওরানবাজার জয়ী
দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে জয় পেয়েছে কাওরানবাজার। গতকাল অনুষ্ঠিত ম্যাচে তারা ২-০ গোলে পূর্বাচল পরিষদকে পরাজিত করে। বিজয়ী দলের আশা ও রুবেল গোলগুলো করেন। দিনের আরেক ম্যাচে বিজি প্রেস ও সাধারণ বীমা গোলশূন্য ড্র করে।
হাসপাতালে পিরু
জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক আবদুল্লাহ পিরু গুরুতর অসুস্থ। হৃদরোগে আক্রান্ত হলে সোহরাওয়ার্দী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। হকি ফেডারেশন তার আরোগ্য লাভে সবার কাছে দোয়া চেয়েছেন। পিরু টানা ১০ বছর জাতীয় দলে খেলেন। হকি ফেডারেশনে নির্বাচিত নির্বাহী সদস্য ছিলেন তিনি।