নতুন বছরের শুরুতেই শিরোপা জিতলেন স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদাল।
শনিবার কাতার ওপেনের ফাইনালে ফ্রান্সের গেল মনফিল্সকে ৬-১, ৬-৭, ৬-২ গেমে হারিয়েছেন তিনি।
গ্র্যান্ড স্লামের তুলনায় নগণ্য হলেও অবশেষে মধ্যপ্রাচ্যের দেশটিতে শিরোপা জিততে পেরে দারুণ খুশি এই স্প্যানিশ তারকা।
উল্লেখ্য, পুরুষদের টেনিসের এক নম্বর খেলোয়াড় নাদালের এটা ৬১তম শিরোপা। সাবেক মার্কিন তারকা আন্দ্রে আগাসিকে পেছনে ফেলে তিনি এখন সর্বোচ্চ শিরোপাজয়ীদের তালিকায় অষ্টম স্থানে।