পর্তুগালের ফুটবল কিংবদন্তি ইউজেবিও আর নেই। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা পৃথিবী থেকে বিদায় নিলেন ৭১ বছর বয়সে। এতে করে ফুটবল বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে।
১৯৪২ সালে মোজাম্বিকে জন্ম নেন ইউজেবিও দা সিলভা ফেরেইরা; তখন দেশটি ছিল পর্তুগালের উপনিবেশ। ক্যারিয়ারজুড়ে গোলের বন্যা বইয়ে দেওয়া এই স্ট্রাইকার ৪১টি আন্তর্জাতিক গোল করেছিলেন মাত্র ৬৪ ম্যাচে।
উল্লেখ্য, সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত ইউজেবিও ৭৪৫টি পেশাদার ম্যাচে ৭৩৩টি গোল করেছিলেন। আর ১৯৬৫ সালের ইউরোপের বর্ষসেরা এই ফুটবলার বেনফিকার হয়ে ১৯৬২ সালে ইউরোপিয়ান কাপ জেতেন।