স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদকে টপকে বার্সেলোনার প্রতিদ্বন্দ্বী হিসেবে অ্যাটলেটিকো মাদ্রিদের আগমন ঘটেছে মৌসুমের শুরু থেকেই। তবে এখানেই থেমে থাকেনি তারা। বরাবরই হুমকি দিয়ে চলেছে বার্সেলোনাকে ছাড়িয়ে যাওয়ার। লা লিগায় প্রতিটি ম্যাচে মাঠে নামার আগে বার্সেলোনার কাঁধে থাকে অ্যাটলেটিকো মাদ্রিদের চাপিয়ে দেওয়া পর্বতসম বোঝা! গত শনিবার লা লিগায় নিজেদের ১৮তম ম্যাচে মালাগাকে ১-০ গোলে হারিয়ে সেই বোঝা অ্যাটলেটিকো মাদ্রিদ আরও একবার চাপিয়ে দিয়েছে কাতালানদের কাঁধে। গত রাতে এল্চের বিপক্ষে বার্সা জয় কোনো দুর্ঘটনায় পড়ে থাকলে স্প্যানিশ লিগে এককভাবে শীর্ষে পৌঁছে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
মালাগার বিপক্ষে ম্যাচটা খুব সহজ ছিল না অ্যাটলেটিকোর জন্য। কোচ সাইমন প্রতিপক্ষের গুরুত্ব স্বীকার করেই নিজের সেরা দলটা নামিয়ে দিয়েছিলেন মাঠে। দিয়েগো কস্তা ছাড়াও দলে ছিলেন ডেভিড ভিয়া অলিভিয়ের তোরেসরা। লা লিগার সর্বোচ্চ গোলদাতা দিয়েগো কস্তা এই ম্যাচে ছিলেন অনেকটাই নিষ্প্রোভ। আলো ছড়ালেন ২১ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার কোকে। ম্যাচের ৭০তম মিনিটে জয়সূচক গোলটা করেন তিনিই। এই জয়ে ১৮ ম্যাচে ৪৯ পয়েন্ট অর্জন করে কয়েক ঘণ্টায় লা লিগার শীর্ষে উঠেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। কিন্তু গতকাল বার্সেলোনা এলচেকে ৪-০ গোলে হারিয়ে গোল ব্যবধানে শীর্ষ স্থান পুনরুদ্ধার করেছে। সানচেজ ৩ গোল দিয়ে হ্যাটট্রিকের কৃতিত্ব পান। অপর গোল করেন পেদ্রো।
দীর্ঘদিন আগে অ্যাটলেটিকোর কোচ সাইমন মন্তব্য করেছিলেন, লা লিগা একঘেয়ে লিগ। এবার তিনি দৃষ্টিভঙ্গি বদলেছেন। গত ম্যাচে মালাগাকে হারানোর পর সাইমন বলেছেন, 'সম্ভবত লা লিগার জন্য 'একঘেয়ে' শব্দটা ছিল ভুল।' তবে সেসঙ্গে তিনি এটাও স্বীকার করেন, লা লিগায় শিরোপা জয়ের সুযোগ খুব কম। কারণ, এখানে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মতো দলের সঙ্গে লড়াই করে শিরোপা জয় করা অনেকটাই অসম্ভব। এদিকে লা লিগায় গত শনিবার জয় পেয়েছে ভ্যালেন্সিয়া এবং আলমেরিয়া। ভ্যালেন্সিয়া ২-০ গোলে হারিয়েছে লেভেন্তেকে। অন্যদিকে ৩-০ গোলে গ্রানাডার বিপক্ষে জয় পেয়েছে আলমেরিয়া।
শিরোনাম
- মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে : তারেক রহমান
- সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকীর জামিন
- স্কুল-কলেজের সিসি ক্যামেরাগুলো ভোটকেন্দ্রে ব্যবহার করতে চায় ইসি
- সংসদ নির্বাচনে প্রতিবন্ধীদের ভাবনা জানতে চায় ইসি
- জেতার সম্ভাবনা আছে এমন শরিকদের জন্য আসন ছাড়বে বিএনপি : আমীর খসরু
- ‘যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশ পাইনি’
- বাকৃবির উদ্ভাবন: দেশের প্রথম হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিন
- ফোনে অশ্লীল বার্তা পাঠালে দুই বছরের দণ্ড ও জরিমানা
- খুলনায় নবায়নযোগ্য শক্তি বিষয়ক বিতর্ক উৎসব শুক্রবার
- চুক্তির আমলাদের হাতেই প্রশাসনের লাগাম
- জাতিসংঘের প্রতিনিধিদল ঢাকায় আসছে
- কুমার বিশ্বজিতের সুরে কিশোরের নতুন গান
- লাবুশেনের ব্যাটে রানের ফোয়ারা
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- সিরাজগঞ্জে অটোচালক হত্যার রহস্য উদঘাটন, তিনজন গ্রেফতার
- শাবিপ্রবি ছাত্রদল সভাপতির উদ্যোগে মুক্ত দুই ছাত্র ইউনিয়ন নেতা
- আশুলিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো ৬ ইটভাটা
- নাফ নদে ৬ রোহিঙ্গা জেলেকে অপহরণ
- আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করল হামাস
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
বার্সার পিছু ছাড়ছে না অ্যাটলেটিকো
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর