স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদকে টপকে বার্সেলোনার প্রতিদ্বন্দ্বী হিসেবে অ্যাটলেটিকো মাদ্রিদের আগমন ঘটেছে মৌসুমের শুরু থেকেই। তবে এখানেই থেমে থাকেনি তারা। বরাবরই হুমকি দিয়ে চলেছে বার্সেলোনাকে ছাড়িয়ে যাওয়ার। লা লিগায় প্রতিটি ম্যাচে মাঠে নামার আগে বার্সেলোনার কাঁধে থাকে অ্যাটলেটিকো মাদ্রিদের চাপিয়ে দেওয়া পর্বতসম বোঝা! গত শনিবার লা লিগায় নিজেদের ১৮তম ম্যাচে মালাগাকে ১-০ গোলে হারিয়ে সেই বোঝা অ্যাটলেটিকো মাদ্রিদ আরও একবার চাপিয়ে দিয়েছে কাতালানদের কাঁধে। গত রাতে এল্চের বিপক্ষে বার্সা জয় কোনো দুর্ঘটনায় পড়ে থাকলে স্প্যানিশ লিগে এককভাবে শীর্ষে পৌঁছে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
মালাগার বিপক্ষে ম্যাচটা খুব সহজ ছিল না অ্যাটলেটিকোর জন্য। কোচ সাইমন প্রতিপক্ষের গুরুত্ব স্বীকার করেই নিজের সেরা দলটা নামিয়ে দিয়েছিলেন মাঠে। দিয়েগো কস্তা ছাড়াও দলে ছিলেন ডেভিড ভিয়া অলিভিয়ের তোরেসরা। লা লিগার সর্বোচ্চ গোলদাতা দিয়েগো কস্তা এই ম্যাচে ছিলেন অনেকটাই নিষ্প্রোভ। আলো ছড়ালেন ২১ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার কোকে। ম্যাচের ৭০তম মিনিটে জয়সূচক গোলটা করেন তিনিই। এই জয়ে ১৮ ম্যাচে ৪৯ পয়েন্ট অর্জন করে কয়েক ঘণ্টায় লা লিগার শীর্ষে উঠেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। কিন্তু গতকাল বার্সেলোনা এলচেকে ৪-০ গোলে হারিয়ে গোল ব্যবধানে শীর্ষ স্থান পুনরুদ্ধার করেছে। সানচেজ ৩ গোল দিয়ে হ্যাটট্রিকের কৃতিত্ব পান। অপর গোল করেন পেদ্রো।
দীর্ঘদিন আগে অ্যাটলেটিকোর কোচ সাইমন মন্তব্য করেছিলেন, লা লিগা একঘেয়ে লিগ। এবার তিনি দৃষ্টিভঙ্গি বদলেছেন। গত ম্যাচে মালাগাকে হারানোর পর সাইমন বলেছেন, 'সম্ভবত লা লিগার জন্য 'একঘেয়ে' শব্দটা ছিল ভুল।' তবে সেসঙ্গে তিনি এটাও স্বীকার করেন, লা লিগায় শিরোপা জয়ের সুযোগ খুব কম। কারণ, এখানে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মতো দলের সঙ্গে লড়াই করে শিরোপা জয় করা অনেকটাই অসম্ভব। এদিকে লা লিগায় গত শনিবার জয় পেয়েছে ভ্যালেন্সিয়া এবং আলমেরিয়া। ভ্যালেন্সিয়া ২-০ গোলে হারিয়েছে লেভেন্তেকে। অন্যদিকে ৩-০ গোলে গ্রানাডার বিপক্ষে জয় পেয়েছে আলমেরিয়া।
শিরোনাম
- এআই ভিডিও দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
- অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো ওয়েস্ট ইন্ডিজ
- শাহ আমানতে আমদানি নিষিদ্ধ ক্রিম ও সিগারেট জব্দ
- ইনস্টাগ্রামে যেভাবে করবেন মেসেজ শিডিউল
- কবে মাঠে ফিরছেন জানালেন তামিম ইকবাল
- মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না : মির্জা ফখরুল
- চাঁদাবাজিতে অতিষ্ঠ দেশ
- ম্যানহোলে পড়ে নিখোঁজ জ্যোতির লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার
- উচ্চ শুল্কে টিকে থাকা কঠিন হবে
- দেশিবিদেশি শুল্কে দেশের ব্যবসাবাণিজ্যে মহাসংকট
- নিউইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশিসহ নিহত ৪
- ফোন থেকে ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড বের করার উপায়
- ইংল্যান্ডের ক্রিকেটারদের আচরণ পছন্দ হয়নি কুকের
- কোচিং ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু পিরলোর
- ৪০ বছর পূর্তিতে কানাডা যাচ্ছে ‘ওয়ারফেজ’
- ক্ষুদ্র ব্যবসার অগ্রযাত্রায় ৫ বাধা
- ‘প্রমাণ ছাড়া পাকিস্তানকে দোষ দেবেন না’, বললেন ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৯ জুলাই)
- ডিএমপির শাহআলী থানায় নতুন ওসি
- সরকারি ৬ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ
বার্সার পিছু ছাড়ছে না অ্যাটলেটিকো
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর