পর্তুগালের রাজধানী লিসবনে বেনফিকার স্টেডিয়াম ডি লুইজের সদর দরোজার সামনে বিশাল এক মূর্তি। এই মূর্তিটিকে পর্তুগিজ ফুটবলের প্রতীকও বলা যায়। ছাই রঙা এই মূর্তির পদতলে গতকাল জমে থাকল রঙ-বেরঙের ফুলের স্তূপ। ভক্তরা এখানে এসে নতশিরে জানিয়ে গেল একজন কিংবদন্তির প্রতি বিদায়ী শ্রদ্ধা। গতকাল ৭১ বছর বয়সে পর্তুগালের মোজাম্বিক বংশোদ্ভূত ফুটবল কিংবদন্তি ইউসেবিও চিরবিদায় জানালেন পৃথিবীকে। কেবল পর্তুগালই নয়, বিশ্ব ফুটবলে তিনি পরিচিত ছিলেন 'ব্ল্যাক প্যান্থার' কিংবা কালো চিতা নামে। বেনফিকার কোচ বেলা গাটম্যান ১৯৬০ সালে মোজাম্বিক ঘুরতে যান ক্লাবের জন্য ফুটবলার বাছাই করতে। সেখানেই তিনি খুঁজে পান একজন ভবিষ্যৎ কিংবদন্তিকে। মোজাম্বিকের ম্যাক্সাকুইন ক্লাবের ইউসেবিও তখন ১৮ বছরের। মোজাম্বিক তখন পর্তুগালের উপনিবেশ। ইউসেবিওর সবচেয়ে বড় অর্জন ছিল পর্তুগালকে ১৯৬৬ বিশ্বকাপে তৃতীয় স্থানে নিয়ে যাওয়া।