ভাষা সমস্যা
পর্তুগিজ কোচ ক্যাপালো আসার পরও মোহামেডানে স্বস্তি নেই। পেশাদার ফুটবল লিগে উদ্বোধনী ম্যাচে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে পরাজয় রক্ষা করে। যদিও প্রতিপক্ষ হিসেবে মুক্তিযোদ্ধাকে কোনোভাবে দুর্বল বলা যাবে না। কিন্তু সামনের ম্যাচগুলোতে তারা করবে কি? এই দুশ্চিন্তায় সমর্থকরা অস্থির। ফিকশ্চার অনুযায়ী পরবর্তীতে মোহামেডানকে লড়তে হবে বড় বড় দলগুলোর বিরুদ্ধে। ক্যাপালো আসার পর দলকে ঠিকমতো প্রশিক্ষণ দিতে পারেননি। তবে একথা বলেছিলেন, দলে বেশ ক'জন ভালোমানের খেলোয়াড় রয়েছে। এদের দ্বারা ভালো কিছু করা সম্ভব। কিন্তু উদ্বোধনী ম্যাচে এমন হাল হলো কেন? বিষয়টি নিয়ে ফুটবল ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, সামনে সব ঠিক হয়ে যাবে। অথচ ক্যাপালো যোগ দেওয়ার পর দলের খেলোয়াড় নাকি বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে কোচ ব্রিফ করছেন অর্ধেক ইংলিশ ও অর্ধেক স্প্যানিশ ভাষায়। যা বুঝতে কষ্ট হচ্ছে সবারই।
পর্যবেক্ষক
ঢাকা পেশাদার ফুটবল লিগে খেলা এক নাইজেরিয়ান ফুটবলার নির্বাচন দেখতে গতকাল সকালে ক্যামেরা নিয়ে পুরান ঢাকায় যান। তাকে দেখে অনেকে আফ্রিকান পর্যবেক্ষক ভেবে অ্যাপায়নও করান। কিন্তু বিদায় বেলায় জানতে পারেন পর্যবেক্ষক নয়, তিনি ঢাকার মাঠে বিদেশি ফুটবলার।
অজুহাত
হকির কর্মসূচি বয়কটকারী বিরোধীপক্ষরা সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছিল অক্টোবর থেকে তারা আলাদাভাবে টুর্নামেন্ট করবে। কিন্তু বছর শেষ হওয়ার পরও তার দেখা নেই। এ ব্যাপারে বিরোধীপক্ষরা কোনো মন্তব্য করতে চাচ্ছেন না। অবশ্য ফেডারেশনের এক কর্মকর্তা বললেন, এখানে লজ্জার কি আছে। অজুহাত হিসেবে তারাতো বলতেই পারে সবকিছু ঠিক থাকার পরও দেশের পরিস্থিতির কারণে সম্ভব হয়নি।
গলফ কাপ শেষ
আলোর ঝরনাধারা এবং আতশবাজির ঝলকানিতে সমাপ্ত হল প্রথম মিলেনিয়াম গলফ কাপ টুর্নামেন্ট। শুক্রবার রাতে চট্টগ্রামের ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে এ টুর্নামেন্টের পরিসমাপ্তি করেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাবি্বর আহমেদ। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলেনিয়াম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শারিক ফাহিম হক, মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল মো. ওবায়দুল হক, মহসিন আহমেদ ও মিলেনিয়াম গ্রুপের সহকারী পরিচালক মো. মাসুদুজ্জামান সুবহানী, আহমেদ নাজিম উদ দৌলা জুনায়েদ ও মহা ব্যবস্থাপক ইমরান খান।
ফেদেরারের হার
লিটন হিউইটের মুখোমুখি দাঁড়িয়ে রজার ফেদেরার লড়াই করার সময় অনেক ভক্তই হয়ত ভেবেছিলেন, অবশেষে শিরোপা খরা ঘুচতে যাচ্ছে সুইস তারকার। তা আর হলো কই। বছরের প্রথম শিরোপা জয় করে অস্ট্রেলিয়া ওপেনের প্রস্তুতিটা পূর্ণ করতে ব্যর্থ হলেন ফেদেরার। গতকাল ব্রিসবেন ইন্টারন্যাশনালে তিনি অস্ট্রেলিয়ান লিটন হিউইটের কাছে হেরে গেলেন ৬-১, ৪-৬, ৬-৩ গেমে। তবে এই পরাজয়ও অস্ট্রেলিয়া ওপেনের আগে রজার ফেদেরারের আত্দবিশ্বাসে তেমন একটা চিড় ধরাতে পারেনি। বরং ওয়ার্ম-আপ এই টুর্নামেন্টকে বছরের প্রথম গ্র্যান্ডস্লাম শিরোপার লড়াইয়ে নামার জন্য দারুণ সহায়ক বলে মনে করছেন ফেদেরার।