দূর্দান্ত ফর্মে থাকা রোমাকে হারিয়ে ইতালির শীর্ষ ফুটবল লিগ সেরি আর শিরোপা ধরে রাখার পথে অনেকখানি এগিয়ে গেল জুভেন্টাস।
গতরাতে দ্বিতীয় স্থানে থাকা অপরাজিত রোমাকে ৩-০ গোলে হারিয়েছে তুরিনোর ক্লাবটি। লিগের প্রায় মাঝামাঝি এসে দুই দলের মধ্যে এখন ব্যবধান বেড়ে আট পয়েন্টে দাঁড়িয়েছে।
বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাসের প্রথম আক্রমণ থেকেই গোল করেন আর্তুরো ভিদাল। দ্বিতীয়ার্ধের শুরুতে লিওনার্দো বনুচ্চির ভলিতে ব্যবধান দ্বিগুণ হয়। এরপর এক মিনিটের মধ্যে দুটো লাল কার্ড দেখে ৯ জনের দলে পরিণত হয় রোমা।
জর্জো কিয়েল্লিনিকে ফাউল করে মাঠ থেকে বের হয়ে যেতে হয় দানিয়েলে দে রস্সিকে। এরপর গোললাইনে হাত দিয়ে বল ফিরিয়ে লাল কার্ড দেখেন লিয়ানদ্রো কাস্তান। এর ফলে ম্যাচের ৭৭ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে জুভেন্টাসের জয় নিশ্চিত করেন মিরকো ভুচিনিচ।