চলমান রাজনৈতিক সহিংসতার মুখে পাকিস্তান বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ বয়কট করতে পারে বলে জানিয়েছে জি নিউজ। ক্রিকেটারদের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত না হলে পাকিস্তান কিছুতেই বাংলাদেশে এশিয়া কাপ খেলতে আসবে না- এমনটাই জানিয়েছে পিসিবি।
প্রসঙ্গত, ২৫ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেট।
এদিকে এশিয়া কাপের পরের সপ্তাহ থেকেই আবার বাংলাদেশেই বসছে টি-২০ বিশ্বকাপের আসর। বিশ্বকাপে খেলার ব্যাপারেও পিসিবি এখনও কোনও নিশ্চয়তা দেয়নি। তবে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশেই বিশ্বকাপ আয়োজন করতে চায় আইসিসি। এখন দেখার পিসিবির জেদের কাছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল, কিংবা আইসিসি পিছু হটে কিনা।