সেঞ্চুরি পূরণ করার পর শূন্যে লাফ দিলেন লঙ্কান ওপেনার কৌশল সিলভা। টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরি বলে কথা! তারপরও কিনা এতগুলো বাধা পেরিয়ে। তাই এ সেঞ্চুরির গুরুত্বই যেন অন্যরকম। সে কারণেই কিনা সিলভার আনন্দের মাত্রাটা একটু বেশি-ই। ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে লঙ্কান এই ব্যাটসম্যান বলেন, 'আমি চেষ্টা করেছি স্বাভাবিক পারফরম্যান্স প্রদর্শন করার। ভালো পার্টনারশিপ করার প্রতি মনোযোগ দিয়েছিলাম। সেঞ্চুরির আগে খানিকটা নার্ভাস ফিল করেছি। তবে এখন আমার খুবই ভালো লাগছে।'
ভালো তো লাগারই কথা। কৌশল সিলভা কাল তার ইনিংসে মোট চারবার নতুন জীবন পেয়েছেন। এর আগে কোনো ক্রিকেটার তার প্রথম সেঞ্চুরি করতে এতবার নতুন জীবন পেয়েছেন কিনা! ৩৮ রানে রক্ষা পেয়েছেন মুশফিকের সহায়তায়। ৪০ রানে তো ভাগ্য দেবী যেন স্বয়ং রক্ষা করেছেন তাকে। আউট হয়ে প্যাভিলিয়নে তিনি ফিরেই যাচ্ছিলেন। কিন্তু পরে রিপ্লেতে দেখা যায় বোলার আল আমিনের পা লেগে স্ট্যাম্পের বেল পড়ে গেছে। নো-বল হওয়ায় বেঁচে যান। হাফ-সেঞ্চুরি করার আগেই আরেকবার শামসুর রহমানের সৌজন্যে বেঁচে যান। এরপর আর কোনো ভুল করেননি তিনি। তবে ১২৯ রানের মাথায় আরেকবার রক্ষা পেয়েছেন সাকিবের বলে। তবে এ সুযোগগুলোকে খেলার অংশ হিসেবেই মনে করছেন তিনি।
সাকিবের বলে লেগ বিফোর হওয়ার আগে ২৪৪ বলে ১৩৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। ১৬টি বাউন্ডারির পাশাপাশি দুটি বিশাল ছক্কা হাঁকিয়েছেন সিলভা। তার সেঞ্চুরিতেই দ্বিতীয় দিনটি নিজের করে নিয়েছে সফরকারীরা।