পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর দুই ম্যাচের টেস্ট সিরিজেও কি হারতে যাচ্ছে ভারত! নিউজিল্যান্ডের কাছে অকল্যান্ড টেস্টের চতুর্থ দিনেই পরাজয় স্বীকার করে তারই কি ইঙ্গিত দিলেন ধোনিরা! গতকাল অকল্যান্ডের চতুর্থ দিনেই ভারতের বিপক্ষে ৪০ রানের জয় তুলে নেয় নিউজিল্যান্ড। প্রায় আড়াই দিন সময় হাতে নিয়েও ৪০৭ রানের লক্ষ্যে পেঁৗছতে পারেনি ভারত।
অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ড-ভারত প্রথম টেস্টের প্রথম দিন দেখে অনেকেই হয়ত ভেবেছিল উইকেটটা ব্যাটিংয়ের জন্যই তৈরি করা হয়েছে। প্রথমদিনে ৪ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড সংগ্রহ করেছিল ৩২৯ রান। কিন্তু উইকেট সম্পূর্ণ উল্টো আচরণ শুরু করল দ্বিতীয় দিনেই! দুই দলের মোট ১০ উইকেট পড়েছিল দ্বিতীয় দিনে। অবশ্য রানও হয়েছিল ৩০৪। তৃতীয় দিনটাকেই মূলত অকল্যান্ড টেস্টের ফলাফলের জন্য দায়ী করতে হবে। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ৫০৩। ভারত নিজেদের প্রথম ইনিংসে ২০২ রানে অলআউট হওয়ার পরও নিউজিল্যান্ডই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ইচ্ছে করলে ফলোঅনে পড়া ভারতকে দ্বিতীয়বারের মতো ব্যাটিংয়ে পাঠাতে পারত নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে নেমে মাত্র ১০৫ রানেই অলআউট হয়ে যায় ব্ল্যাক ক্যাপসরা। ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪০৭ রান। তৃতীয় দিন শেষে ১ উইকেটে ৮৭ রান করেছিল ভারত। চতুর্থ দিনে ৭১.৩ ওভারে ২৭৯ রান তুলতেই আরও নয়টি উইকেট খরচ করতে হয় ধোনিদের। ধাওয়ান ১১৫ রানের ইনিংস খেলেও দলের পরাজয় এড়াতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ভারতের পক্ষে এছাড়াও কোহলি ৬৭ ও অধিনায়ক ধোনি ৩৯ রান করেন। ৩৬৬ রানেই থেমে যায় ভারতের ইনিংস। প্রথম ইনিংসে ২২৪ রানের ইনিংস খেলে নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামই ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন। দুই ইনিংসে নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৮ (৪+৪) উইকেট নিয়েছেন ওয়াগনার। ভারতের পক্ষে সর্বোচ্চ ৯ (৬+৩) উইকেট শিকার করেছেন ইশান্ত শর্মা।