এনফিল্ডে কতদিন পর আর্সেনালের বিপক্ষে লিগের কোনো ম্যাচ জিতল লিভারপুল? ২০০৬-০৭ মৌসুমে সর্বশেষ গানারদের বিপক্ষে এনফিল্ডে জয় পেয়েছিল অলরেডরা। সেবার ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল আর্সেনালকে। ছয় বছর পর আর্সেনালের বিপক্ষে লিগের কোনো ম্যাচ জিতল লিভারপুল নিজেদের মাঠে। জয়টা অবশ্যই স্মরণীয় হলো। ৫-১ গোলে এক রকম উড়িয়েই দিল গানারদের! লিভারপুলের এ দুর্দান্ত জয় ভাগ্য খুলে দিয়েছিল ম্যানসিটি এবং চেলসির সামনে। সুযোগটা অবশ্য ম্যানসিটি কাজে লাগাতে পারেনি। নরউইচের সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট তালিকায় আর্সেনালের নিচেই থাকল ম্যানসিটি। ভাগ্য দেবীর দেওয়া সুযোগটা পুরোই কাজে লাগালেন হোসে মরিনহো। ইডেন হ্যাজার্ডের হ্যাটট্রিকে নিউক্যাসলকে ৩-০ গোলে হারিয়ে চেলসিই এখন ইংলিশ প্রিমিয়ার লিগের চূড়ায় অবস্থান করছে। ইংলিশ প্রিমিয়ার লিগে ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার শীর্ষে হোসে মরিনহোর চেলসি। সমান ম্যাচে ৫৫ পয়েন্ট সংগ্রহ করে দুই নম্বরে আর্সেনাল। তৃতীয় স্থানে থাকা ম্যানসিটির সংগ্রহ ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট। আর্সেনালকে হারিয়ে ২৫ ম্যাচে ৫০ পয়েন্ট সংগ্রহ করে চার নম্বরে অবস্থান করছে লিভারপুল।