অসাধারণ ক্রিকেট খেলেছেন শিষ্যরা। পরাক্রমশালী শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচদিন সমানতালে লড়াই করে ড্র করেছে টেস্ট। টি-২০ সিরিজের নামার আগে উদ্যমী, উজ্জীবিত ক্রিকেটার পেতে কোচ শেন জারগেনসন বিশ্রাম দেন শিষ্যদের। সেজন্য গতকাল কোনো অনুশীলন করার কথা ছিল না। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাসহ ৪-৫ ক্রিকেটারকে নিয়ে অনুশীলন করেন জারগেনসন। যদিও করার কথা ছিল না। গতকাল সকালে মাশরাফি, সাবি্বর, মো. মিথুন আলী, রুবেল হোসেন, ফরহাদ রেজাদের নিয়ে অনুশীলন করেন কোচ। অনুশীলন করেন কঠোর নিরাপত্তায়। গোপনে অনুশীলন করার সময় কোনো সাংবাদিক বা ফটোগ্রাফারকে অনুমতি দেননি মাঠে প্রবেশের। দেড় ঘণ্টার অনুশীলনে মাশরাফিরা ফুটবল খেলে শরীর গরম করেছেন। এরপর মিথুন, সাবি্বররা ব্যাটিং করেছেন। বোলিং করেছেন মাশরাফি, রুবেলরা।
টি-২০ সিরিজে এই প্রথম অধিনায়কত্ব করবেন মাশরাফি। তার ডেপুটি তামিম ইকবাল। কিন্তু তামিম সহ অধিনায়কের দায়িত্ব পালন করতে অপারগতা জানান। বিসিবিকে জানিয়ে দেন এ সিদ্ধান্তের কথা। তামিমের এই সিদ্ধান্ত বিসিবি এখনও অফিসিয়ালি গ্রহণ করেনি। গতকাল রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সিঙ্গাপুর থেকে ঢাকায় আসার পর সিদ্ধান্ত নেওয়া হবে। আজ বিকাল ৪টায় আবার অনুশীলন রয়েছে। গতকাল অনুশীলন করেনি শ্রীলঙ্কা। তাদের কিছু ক্রিকেটার চট্টগ্রাম ভাটিয়ারীতে গলফ খেলতে গিয়েছিলেন।