আম্পায়ারিং নিয়ে খোলাখুলি সমালোচনা করায় ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরি করা উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর রহমানকে সতর্ক করেছেন চট্টগ্রাম টেস্টের ম্যাচ রেফারি ডেভিড বুন। গতকাল আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গণমাধ্যমের কাছে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে 'আপত্তিকর মন্তব্য' করায় শামসুরকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছে। চট্টগ্রাম টেস্টে তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নাসির হোসেনের আউট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন শামসুর। তার দৃষ্টিতে, আম্পায়ারের বাজে সিদ্ধান্তেই আউট হয়েছিলেন নাসির। অজন্তা মেন্ডিসের বল কাট করতে গিয়ে সাঙ্গাকারাকে ক্যাচ দেন নাসির। তবে শামসুরের দাবি, বল ব্যাটে লাগেনি। মেন্ডিসের আবেদনে অস্ট্রেলীয় আম্পায়ার পল রাইফেল নাসিরকে প্যাভিলিয়নের পথ দেখিয়ে দেন। আম্পায়ারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে শামসুর বলেছিলেন, 'এমন ব্যাটসম্যান বাজে সিদ্ধান্তের ফলে আউট হলে দলকে তো ভুগতে হবেই।