আইসিসি ওর্য়াল্ড টি-২০ ২০১৪ এর স্পন্সর হিসেবে বিশ্বের অগ্রগামী মানি ট্রান্সফার এবং পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান মানিগ্রাম বাংলাদেশে একটি প্রোমোশন লাঞ্চ করেছে যার মাধ্যমে মানিগ্রাম সৌভাগ্যবান কিছু গ্রাহক ১৬ মার্চ এর ম্যাচ দেখার সুযোগ পাবেন। এখন থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে যেসব গ্রাহক মানিগ্রাম এর মাধ্যমে টাকা গ্রহণ করবেন, তারা স্বয়ংক্রিয়ভাবে আইসিসি এর ম্যাচ দেখার টিকিটের লটারির ড্র এর অন্তর্ভুক্ত হবেন।
ম্যাচ এর টিকিট ছাড়াও আকর্ষণীয় পুরস্কার হিসেবে থাকছে। ২০ জন লটারি বিজয়ীর জন্য ২০ টি ৩২ ইঞ্চি এলইডি টিভি ৩০ জন সৌভাগ্যবান লটারি বিজয়ীর জন্য ৩০ টি রেডিও সেট দক্ষিণ এশিয়ার রিজিয়নাল ম্যানেজার হেমান্ত ভিষ্ণই এ বিষয়ে বলেন,'প্রিয় দল এবং খেলোয়াড়ের খেলা দেখার উত্তেজনা বন্ধু-বান্ধব এবং প্রিয়জনদের কাছে আনে' তিনি আরও বলেন, 'একইভাবে মানিগ্রাম এর মানি ট্রান্সফার সেবা বন্ধু-বান্ধব এবং আত্মীয় স্বজনকে কাছে আনে, সুতরাং এই ক্রিকেট আয়োজনে আমাদের স্পন্সরশিপ এবং প্রোমোশন মানিগ্রাম এবং এর গ্রাহকদের জন্য প্রাসঙ্গিক।' প্রোমোশনের শর্তসমূহ জানতে ভিজিট করুন www .moneygram.com/bangladesht20