ট্রাফিক আইন ভঙ্গ করায় পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামকে পাঁচশ রুপি জরিমানা করেছে পুলিশ।
পাকিস্তান পুলিশ কর্মকর্তারা জানান, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের কাছে গাড়ির গতিবেগের জন্য সাবেক অধিনায়ককে চ্যালেঞ্জ করা হয়। তিনি ঘন্টায় ৭৮ কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিলেন। অথচ, ওই এলাকায় গাড়ির সর্বোচ্চ গতিসীমা ৬০ কিলোমিটার।
তবে কোনো প্রকার বিবাদে না জড়িয়ে সাবেক টেস্ট অধিনায়ক ৫০০ রুপি দিয়ে দেন বলে জানিয়েছে পুলিশ। -দ্য ডন